গোল ইন শাড়ি: শাড়ি পরে মেয়েদের ফুটবল

২৪৮ পঠিত ... ১৫:১১, এপ্রিল ০২, ২০২৩

পুরুষরা কোন কাজে অপারগ হলে তাকে অপমান করার জন্য অনেকে বলে, ‘শাড়ি পরে থাকতে পারিস না!’ যেন শাড়ি পরলে আর কিছু করা যায় না।

এদিকে শাড়ি পরে ফুটবলের মতো শারীরিক কসরতসমৃদ্ধ ফুটবল দারুণভাবেই খেলেছেন ভারতের গোয়ালিয়র মধ্যপ্রদেশের মেয়েরা। তাও একটি ম্যাচ না, আস্ত একটা ২দিনের টুর্নামেন্ট। টুর্নামেন্টের নামও ছিলো, গোল ইন শাড়ি।

এই টুর্নামেন্টে প্রতিটি খেলোয়াড়ই ছিলেন নারী, পরেছেন ফুটবল। শাড়ি পরে অনায়াসেই ফুটুলের বিভিন্ন কৌশল দেখিয়েছেন তাঁরা। কিক, ফ্রিকিক, ড্রিবল কিংবা ট্যাকেলের পাশাপাশি দিয়েছেন গোলও।

হ্যাঁ, শাড়ি পরে গোলও দেয়া যায়।

২৪৮ পঠিত ... ১৫:১১, এপ্রিল ০২, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top