কথা ছিল কামব্যাকের। কামব্যাক তারা করলেন বাজারে হাড়ি ভেঙেই। ছাত্রলীগের দুই কাণ্ডারি সাদ্দাম ও ইনান কামব্যাক করেই এক কাল্পনিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা কখনোই মন থেকে ছাত্রলীগ করেননি। তাদের জোর করে বাধ্য করা হয়েছিল এই সংগঠনের সাথে যুক্ত হতে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের একান্ত সাক্ষাৎকার নিয়েছি আমরা।
eআরকি: সাদ্দাম ভাই, আপনারা এতদিন চুপ ছিলেন। হঠাৎ করে এখন এসব কথা বলার কারণ কী?
সাদ্দাম: আসলে, আমাদের গল্প তো কেউ জানে না ভাই। মানুষ ভাবে আমরা মন থেকে ছাত্রলীগ করেছি। কিন্তু সত্যি হলো, আমাদের বাধ্য করা হয়েছে। আমাদের জোর করেই কমিটিতে জায়গা দেওয়া হয়েছিলো।
eআরকি: কিন্তু কীভাবে? রাজনীতি কী আর জোর করে করানো যায় নাকি?
সাদ্দাম: (মুচকি হেসে) প্রথম বর্ষে হলে উঠেছিলাম। নানা রকম প্রেশারের মধ্য দিয়েই জীবন চলছিলো। তখন এক বড় ভাই মায়া করে খোঁজখবর নিতেন। এক সময় তার রুমে যেতেও বললেন। আমি একদিন গেলাম। দেখি এলাহী কারবার! ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হলো। তিনি লিগের মিটিং-মিছিলে ডাকতেন। আমি ভদ্রতার খাতিরে মানা করতাম না।
eআরকি: আপনি বলতে চাচ্ছেন ভদ্রতা করে মিছিলে মিটিঙে যেতেন কিন্তু মন থেকে রাজনীতি করতেন না। তাহলে কমিটির ব্যাপারে কী বলবেন?
সাদ্দাম: ওই ভাই চলে যাওয়ার সময় আমার নাম কমিটিতে দিয়ে গেলেন। আমাকে কসম দিয়ে বললেন যেন কমিটিতে থেকে যাই। সেই কসম রক্ষা করতে গিয়েই আমি আটকা পড়ে গেলাম।
eআরকি: ইনান ভাই, আপনার গল্পটা কেমন ছিল?
ইনান: (হাসি চাপতে চাপতে) আমার শুরুটা ছিল শিঙারা আর কোকের জন্য। বড় ভাইদের ভালবাসায় মুগ্ধ হয়ে তাদের সাথে যেতাম। মিটিং মানেই তখন আমার কাছে স্ন্যাকস পার্টি।
eআরকি: কিন্তু স্ন্যাকস খেয়ে তো কমিটিতে নাম আসে না।
ইনান: স্ন্যাকসের সাথে ভাইয়েরা একদিন মাইক ধরিয়ে দিলেন। বললেন, স্লোগান দাও। আমি বলেছিলান, ভাই, আমি পারব না। তারা বললেন, তোর কিছু পারতে হবে না, শুধু আমরা যা বলি জোরে জোরে বলবি। একসময় দেখলাম, আমি নিজেই স্লোগানের ওপর মাস্টার হয়ে গেছি। আর এরজন্য আমাকে স্পেশাল জুস খাওয়াতেন তারা।
eআরকি: জুস?
ইনান: হ্যাঁ, ভাল স্লোগান দিলে জুস খাওয়াবে এমন লোভ দেখিয়েছিলেন তারা। স্লোগান দিয়ে ব্যাগভর্তি জুস নিয়ে ফিরতাম হলে। প্রতিবারই মনে হতো— আমি তো আসলে এক রকম চাকরি করছি। স্লোগানের বিনিময়ে জুস।
eআরকি: সাদ্দাম ভাই, আপনাদের অবস্থান এখন ছাত্রলীগের শীর্ষে। এই অবস্থায় কীভাবে নিজেকে দেখছেন?
সাদ্দাম: (গম্ভীর হয়ে) বড় ভাইরা বলেছিলেন, তোর কোনো যোগ্যতা লাগবে না, তুই শুধু আমাদের সাথে থাক। সেই ‘সাথে থাকার’ খেলা আমাকে এই অবস্থায় এনেছে। কিন্তু মন থেকে কখনো রাজনীতি করিনি।
eআরকি: ইনান ভাই, শেষ কথা কী আপনার?
ইনান: (চোখ মুছতে মুছতে) ভাই, আমি এখনও ভাবি, কেন শিঙারা খেতে গেলাম? শিঙারা যদি না খেতাম, জীবনটা এমন হতো না।
সাদ্দাম: (মৃদু হেসে) আমাদের কথা কেউ ভুল বুঝবেন না। আমরা শুধু সত্যটা জানালাম।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন