অপরাধ কী আমার?

২৯৪ পঠিত ... ১৭:২৩, ফেব্রুয়ারি ০৬, ২০২৫

12

অপরাধ কী আমার? মানুষকে ভোট দেওয়ার ঝামেলামুক্ত করে একদিনের এক্সট্রা ছুটির ব্যবস্থা করেছিলাম। ভোট তো একদিনের ব্যাপার, কিন্তু দেশ চালাতে হয় পাঁচ বছর। মানুষের মঙ্গলের জন্যেই আমি ভোটের ঝামেলা নিজের কাঁধে নিয়েছিলাম।

অপরাধ কী আমার? উন্নয়ন করতে গেলে টাকা তো লাগবেই। বড় বড় প্রকল্প, বড় বড় স্বপ্ন—এসব কি খালি হাতে হয়? কিছু টাকা এদিক-সেদিক হলে সমস্যা কোথায়? উন্নয়নের স্বার্থে কিছু মানুষ লাভবান হতেই পারে, তাই বলে কি পুরো দেশ পিছিয়ে গেছে?

অপরাধ কী আমার? আমি কি বিরোধীদের গুম করেছি? আরে ভাই, যদি কেউ নিজে থেকে হারিয়ে যায়, তার দায় আমার কেন? কেউ যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে কি সে ফুলের মালা পাবে? রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করাই তো আমার দায়িত্ব!

অপরাধ কী আমার? আমি কি বাকস্বাধীনতা কেড়ে নিয়েছি? সত্য কথা হলো, মানুষ যা খুশি তাই বলবে, লিখবে, পোস্ট দেবে আর ক্ষমতায় বসে এসব আমি সহ্য করব। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, মিথ্যা প্রচার করে, রাষ্ট্রদ্রোহিতা করে (ইয়ে মানে সরকারের বিরোধিতা করে)—তাহলে কি তার শাস্তি হওয়া অন্যায়?  

অপরাধ কী আমার? আন্দোলন যদি সরকারবিরোধী হয়, তাহলে তা দমন করা কি অপরাধ? বিদেশেও তো আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়। তাহলে আমি করলে দোষ কেন? গণহত্যা! উফ, কী সাংঘাতিক অভিযোগ! এগুলো সব জামাত শিবিরের চক্রান্ত, আমি মানুষ কেন পিঁপড়াও মারি না, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি আর কে জানে।

অথচ আজকাল শুনি—আমি নাকি স্বৈরাচার, আমি নাকি অপরাধী!

কিন্তু প্রশ্ন হলো, যদি আমি এতই অপরাধী হই, তাহলে দেশের রাস্তা-ঘাট এত সুন্দর কেন? পদ্মা সেতু কীভাবে হলো? মেট্রোরেল কার আমলে এল? দেশে এত উন্নয়ন কে করল, তোমরা রাজাকারের বাচ্চারা বুঝলেই না উন্নয়ন মানেই আপা।

দিল্লির লুটিয়েন্সের গর্ত থেকে তাই আবারও প্রশ্ন রেখে গেলাম—অপরাধ কী আমার?

২৯৪ পঠিত ... ১৭:২৩, ফেব্রুয়ারি ০৬, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top