দেখতে দেখতে কেটে গেল ছয় মাস! ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে হেলিকপ্টারে করে পালান শেখ হাসিনা। এবার ভারতের দিল্লিতে ডেমো হেলিকপ্টার রাইডের মাধ্যমে পলায়নের ৬ মাস পালন করেছেন তিনি।
দিল্লিতে ডেমো হেলিকপ্টার রাইড, স্মৃতিচারণায় আপ্লুত শেখ হাসিনা
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নস্টালজিয়ায় ভুগে শেখ হাসিনা সম্প্রতি ভারতের দিল্লিতে একটি ডেমো হেলিকপ্টার রাইড এর আয়োজন করেন। সূত্র জানায়, রাইড চলাকালীন তিনি বলছিলেন, এই তো সেই দিন, ৫ আগস্ট! আবারও সেই রোমাঞ্চ অনুভব করছি! তবে এবার আমি নিজেই টিকিট কেটে এসেছি।
বিশেষ সূত্রে জানা গেছে, রাইডের পর তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে একান্ত বৈঠকে বলেন, আমি আরামে আছি, কিন্তু দেশে যারা ছিল, তারা কীভাবে আছে একটু দেখে রাখবেন!
‘স্বজন হারানোর বেদনা’ কোরাস—আওয়ামী লীগের সাংস্কৃতিক বিপ্লব!
এই ছয় মাসে শেখ হাসিনার অনুপস্থিতি উপলক্ষে আওয়ামী লীগ সাংস্কৃতিক সংগঠন একটি নতুন গান প্রকাশ করেছে— ‘স্বজন হারানোর বেদনা’। এই গান শুনে দলের নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একসাথে কোরাস গাওয়ার আয়োজন করেন।
সাংস্কৃতিক সম্পাদক জানান, এই কোরাস গেয়ে আমরা নেত্রীর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করছি। যদিও তাঁর অনুপস্থিতিতে আমরা আরও স্বাধীনভাবে চলছি, তবুও তিনি না থাকলে কী যেন একটা শূন্যতা বোধ হয়!
‘বিরোধী দলহীন বাংলাদেশ’ স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রতিশ্রুতি
নেত্রীর অনুপস্থিতির ৬ মাস পূর্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই সুযোগে বিরোধী দলমুক্ত বাংলাদেশ গড়ার পথে অনেকদূর এগিয়েছি। নেত্রী যেখানেই থাকুন, আমাদের শিখিয়ে গেছেন—প্রয়োজনে সবাইকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে!
পরবর্তী উদযাপন: এক বছর পূর্তি!
বিশ্লেষকরা বলছেন, এই উদযাপন এখানেই থামবে না। ২০২৫ সালের জানুয়ারিতে শেখ হাসিনার দেশের বাইরে এক বছর পূর্তিতে আওয়ামী লীগ আরও বড় উৎসবের পরিকল্পনা করছে। সেক্ষেত্রে “অধিকার সংরক্ষিত, ফেরার দরকার নেই” শীর্ষক এক নীতিমালার প্রস্তাবও আসতে পারে!
এদিকে বিরোধী দলগুলোর একাংশ এই উদযাপনকে ‘মহান পলায়ন দিবস’ হিসেবে ঘোষণা করতে চায়। বিএনপির এক নেতা বলেন, আগে শুধু আমরাই পালিয়ে বেড়াতাম, এখন সবাই এই ট্রেন্ড ফলো করছে!
এখন প্রশ্ন একটাই—উদযাপনের পরের ধাপে কী আছে? ছয় মাস পেরিয়ে গেছে, এক বছরও হয়তো কেটে যাবে, কিন্তু দেশবাসী কি আদৌ সেই ‘কামব্যাক মোমেন্ট’ দেখতে পাবে? নাকি এটাই হবে ‘গণতন্ত্রের নতুন ভার্সন—ভার্চুয়াল লিডারশিপ’?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন