বাংলা একাডেমি স্থগিত করায় নোবেল পুরস্কার পাইনি; ব্যক্তিগত সাক্ষাৎকারে শেক্সপিয়ার

১৩১ পঠিত ... ১৭:৩৫, জানুয়ারি ২৬, ২০২৫

9

এ্যাভন নদীর তীরে জন্মেছিলেন গ্রেটেস্ট সুপারস্টার অব দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম শেক্সপিয়ার। তাকে বলা হয় ইংরেজি সাহিত্যের কিং উইদাউট ক্রাউন, অর্থাৎ মুকুটবিহীন রাজা। কালজয়ী ১৫৪টি সনেট, ৩৭টি নাটক, আর কয়েকটি লং ন্যারাটিভ কবিতা লেখার পরও মেলেনি কোনো পুরস্কার। মুকুট পেতে কী বাধা ছিল তার? এই আক্ষেপ নিয়েই earki সাহিত্য টিমের সাথে গতকাল প্ল্যানচেটে আসেন উইলিয়াম শেক্সপিয়ার। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ তুলে ধরা হলো আজ।

: কেমন আছেন আজকাল?

: অনেকদিন হলো এই প্রশ্ন কেউ করে না। এখানে খুব একটা খারাপ নেই। তবে লেখালেখির জন্য পর্যাপ্ত খাতা-কলম, প্রকাশক আর ডার্ক লেডি থাকলে আরও ভালো লাগত। প্রতিভা ঠিকঠাক বিকশিত হবার সুযোগ পাচ্ছে না।

: আপনার সারা জীবনের ক্যারিয়ারে যে কোনো সাহিত্য সংস্থার পুরস্কার পেলেন না, এ নিয়ে আপনার অভিমত কী? আপনার কি মনে হয় পুরস্কার না পাওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল?

: তা তো অবশ্যই। সারাজীবন ষড়যন্ত্র নিয়ে লেখালেখি করলেও আসল জায়গায় ধরা খেলাম। এই যে দেখেন, নোবেল পুরস্কার পাব শুনছিলাম, তাও নাকি স্থগিত হয়ে গেছে। কেন হলো, কীভাবে হলো এ ব্যাপারে কিছুই জানতাম না। পরে শুনলাম বাংলা একাডেমি নাকি হস্তক্ষেপ করেছে। আমি ভীষণ অবাক হয়েছি। বাংলায় আমি কোনোদিন কিছু লিখিনি, এমনকি ভাষাটাও জানিনা। এরা কারা? কোথা থেকে এল এরা?

: তারপর?

: পরে শুনলাম নোবেল কমিটির সাথে এদের খুব ভাব। নোবেল কমিটি নাকি বাংলা একাডেমির পরামর্শ ছাড়া কিছু করে না। হালার পুতেরা তলস্তয় বা এমিল জোলাকে চায়। আমাকে চায় না। দুইজন মনে হয় স্ট্যাটাস দিছিল আমার বিরুদ্ধে। স্ট্যাটাসের জোরে আমার নমিনেশন বাতিল করছে।

: এই মুহূর্তে কী করতে চান?

: কিছুই করতে চাই না। তবে ইদানীং মনে হচ্ছে যেইখানে আছি এখানে মোবাইল আর ফেসবুক থাকলে ভালো হতো। সকাল বিকাল স্ট্যাটাস দিতাম। আমার পক্ষে কিছু লোক জড় হতো। এরা আমার জন্য আন্দোলন করত, ব্যানার ট্যানার নিয়ে দাঁড়াত, প্রয়োজনে পুলিশের লাঠির বাড়িও খেত। শুধুমাত্র স্ট্যাটাস দিতে না পারার জন্য এতবড় একটা পুরস্কার মিস হয়ে যাচ্ছে।

: ভবিষ্যতে পাঠকদের জন্য কী উপহার দিতে চান?

: (গম্ভীর মুখে) এতদিন তেমন কোনো প্ল্যান ছিল না। এবার এটা গদ্য লিখব ভেবেছি। নাম হবে, বাংলা একাডেমি: লস্ট ইন সিলেকশন

১৩১ পঠিত ... ১৭:৩৫, জানুয়ারি ২৬, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top