ব্রিটেনকে আমাদের উপনিবেশ বানাতে চেয়েছিলাম, কিন্তু আপনারা বুঝলেন না!

১৭৮ পঠিত ... ১৭:৩৬, সেপ্টেম্বর ২১, ২০২৪

23 (20)

বিশ্বের নানা প্রান্তে বাড়ি কিনলেও, যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির কিনে সম্প্রতি আলোচনায় এসেছেন  শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ)। অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যে তার বাড়ির পরিমাণ এত বেশি কেন জানতে কাল্পনিক এক সাক্ষাৎকারে তাকে ডেকেছিলাম আমরা।

 

earki প্রতিবেদক: পিও ভাই, পিও অভিভাবক, লন্ডন রাজপথের লড়াকু সৈনিক আপনাকে আজ পেয়ে আমরা ধন্য।

সাইফুজ্জামান চৌধুরী: এখন এত তেল দিয়েন না ভাই, কিছু তেল কৌটায় জমিয়ে রাখেন। আবার ক্ষমতায় আসলে তখন ব্যবহার করিয়েন।

 

earki প্রতিবেদক: না ইয়ে মানে শুনলাম আপনার নাকি লন্ডনে বাড়ির সংখ্যা ব্রায়ান লারার সর্বোচ্চ টেস্ট স্কোরের কাছাকাছি?

সাইফুজ্জামান চৌধুরী: হ্যাঁ, সময় পেলে আরও বাড়ি কেনার পরিকল্পনা ছিলো।

 

earki প্রতিবেদক: কিন্তু এত ওখানে এত বাড়ি কেনার উদ্দেশ্যটা কী ভাই?

সাইফুজ্জামান চৌধুরী: উদ্দেশ্য কিছুই না, কাউন্টার কলোনিয়ালিজম এস্টাব্লিশ করার ইচ্ছা ছিলো আরকি। ওরা আমাদের এখানে ২০০ বছর শাসন করে গিয়েছে। আমি লন্ডনের একাংশ কিনে ব্রিটেনকেও আমাদের উপনিবেশ বানাতে চেয়েছিলাম কিন্তু আপনারা বুকা। আপাকেও বুঝলেন না, আমাকেও বুঝলেন না।

 

earki প্রতিবেদক: এখানে আপা আসলো কই থেকে ভাই? কথা তো হচ্ছে আপনাকে নিয়ে।

সাইফুজ্জামান চৌধুরী: আপা সবখানেই আছেন। উন্নয়ন মানেই আপা।

 

earki প্রতিবেদক: যাই হোক আপনার উদ্দেশ্য ভালো বুঝতে পারলাম, আমাকে লন্ডনে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা দেখেন না ভাই। আমিও এই কাউন্টার কলোনিয়ালিজমের অংশ হতে চাই।

সাইফুজ্জামান চৌধুরী: বাপরে শখের তো কমতি নাই, ফোটো এখান থেকে।

১৭৮ পঠিত ... ১৭:৩৬, সেপ্টেম্বর ২১, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top