ব্যারিস্টার সুমনের ১৩টি গরুর দায়িত্ব নিতে চাই; একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে মাশরাফি

২৪৬ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ২৩, ২০২৪

2-new

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের এক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যরিস্টার সায়েদুল হক সুমন। সুমনের গ্রেফতারের পর তার ১৩টি গরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কার কাছে থাকবে এত গরু, কে করবে দেখাশোনা! অনেক অনিশ্চয়তার পর শেষমেষ সুমনের ১৩টি গরুর দায়িত্ব নেয়ার কথা জানালেন সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি। eআরকির সাথে এক বিশেষ সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।

আগস্টের পর রাজনীতি নেই, নেই ক্রিকেটও, এই গরুগুলোর দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যেতে চান মাশরাফি। গরু হস্তান্তর অনুষ্ঠানের এক বক্তৃতায় মাশরাফি বলেন, বাকি জীবনটা মানুষের সেবা করেই কাটাতে চাই। সুমন ভাইয়ের গরুগুলোর দায়িত্ব নিয়েছি, আরও কেউ গরুর দায়িত্ব দিতে চাইলে জানাবেন। ছাগলের দায়িত্ব নিতেও আমি প্রস্তুত। অন্তত নিজের ঘরে কিছু GOAT থাকল।

সুমন ভাইকে চিন্তা না করার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, গরু বিক্রি করা লাগলে করব। টেনশন কইরেন না। আপনার স্বপ্ন বাস্তবায়ন করাই আমার কাজ। প্রয়োজনে এই গরু আমি ক্রিকেটারগোর জন্য হইলেও বিক্রি কইরা দিমু। তাও যদি ওরা একটু রান টান করতে পারে।

২৪৬ পঠিত ... ১৬:৪৭, অক্টোবর ২৩, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top