দার্শনিক ডা. সাবরিনা এক কালে আমাদের জানিয়েছিলেন, বিয়ের আগে বুক ধড়ফড় করলে করণীয় কী। তবে বিয়ের আগে বুক ধড়ফড়ানি ছাড়াও প্রকাশ পেতে পারে আরও নানান লক্ষণ। অনেক সময় কিছু লক্ষণ যুক্তিতর্ক ও লৌকিকতার বাইরেও চলে যায়। দেখে নিন এবং প্রস্তুত থাকুন। এসব লক্ষণ দেখে সামনে কার বিয়ে, তাও সনাক্ত করতে পারেন।
১# অনেক বছরের ব্যবহৃত ফেসবুক আইডি হুট করেই ডিসেবল হয়ে যায়৷ এই আইডি যে অতীতে ছিলো সে ইতিহাসও বিলীন হয়ে যায়।
২# হুট করে ঠাডা পরে পুরোনো সিমের অস্তিত্ব চিরকালের মত নিঃশেষ হয়ে যায়।
৩# কোন দৈবশক্তিকে ফেসবুক আইডি রক্ষা পেলেও আচানক অনেক মানুষ আনফ্রেন্ড হয়ে যায়, অনেকেই ব্লকলিস্টের কালকুঠুরিতে চিরজীবনের জন্য বন্দী হয়ে যায়৷
৪# এক অদ্ভূত টানে এক্সরা ফিরে আসতে চায়। মেসেজ সিন না করা ক্রাশ নিজে থেকেই নক দেয়া শুরু করে। দেখা করতে চায়। অনেকে কল্পনাতীত ভাবে প্রপোজও করে বসে।
৫# বাবা-মা, ভাই-বোন সবার ভালোবাসা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে। মাঝে মাঝে মনে হবে, এরাই আমার বাবা-মা তো? এতদিন কই ছিলো তাহলে?
৬# মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেড়ে যাবে। একবার মনে হবে বিয়ে জীবনের একমাত্র লক্ষ, সামনে অপেক্ষা করছে সুখ আর সুখ৷ আবার মনে হবে জীবন তো শেষই, এ জীবন রেখে কী লাভ!
৭# ভারতীয় টিভি সিরিয়ালগুলোর প্রতি অদ্ভূত এক ভালোবাসা জন্ম নিবে। এগুলোকে মনে হবে জীবন্ত। কখনো কখনো টিভি সিরিয়ালের চরিত্রগুলোর মাঝে নিজেকে খুঁজে পাওয়া যাবে।
৮# অনেকের জীবনের ইরাদা পরিবর্তন হয়ে যাবে। হুট করে ভাবনা আসবে, আমার তো বৈরাগী হওয়ার কথা ছিলো। সন্ন্যাসী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন আপনি! হুট করে এসব কী হয়ে যাচ্ছে।
৯# বিবাহিত বন্ধুদের দেখলেই মনে হবে এক একটা জম্বি৷ আপনাকে ছুয়ে দিয়েছে৷ আর আপনিও হয়ে গেছেন তাদেরই মত জম্বি৷
১০# বন্ধুদের সাথে জীবনের সফল না হওয়া ট্যুর প্ল্যানগুলো আপনার বিয়ে ঠিক হওয়ার কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে৷