প্রোপাগান্ডা ও মিসইনফরমেশন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন পিনাকী ও ইলিয়াস

পঠিত ... ২ ঘন্টা ২ মিনিট আগে

8

ধাপে ধাপে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ইউসুফ সরকার। তবে এখনও একটি বিশেষ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ শূন্য রয়েছে। সেটি হলো প্রোপাগান্ডা ও মিসইনফরমেশন মন্ত্রণালয়।

সরকারি প্রচারণা ও তথ্য বিকৃতির ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের গুরুত্ব সবসময় আলোচনায় থাকে। সরকারের পক্ষ থেকে গুজব ছড়ানো থেকে শুরু করে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনার ক্ষেত্রে এ মন্ত্রণালয় বরাবরই দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ দায়িত্ব কাকে দেওয়া হবে, তা ঠিক করতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

সম্প্রতি এই বিশেষ দায়িত্বে নিয়োগের জন্য একটি বিশেষ সার্চ কমিটি গঠন করা হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রোপাগান্ডা ও মিসইনফরমেশন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের নাম বিবেচনায় রয়েছে।

পিনাকী ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশে এখনও সঠিকভাবে গুজব ছড়ানোর মতো যোগ্য মানুষ নেই। সবাই ধরাশায়ী হয়ে যায়। গুজব এমনভাবে ছড়াতে হবে, যা সত্যের চেয়েও বিশ্বাসযোগ্য মনে হবে। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, একদিনের মধ্যেই বাংলাদেশের মানুষকে বিশ্বের সবচেয়ে সুখী জনগোষ্ঠী হিসেবে দেখানোর ব্যবস্থা করব। দেশের মুদ্রাস্ফীতি মাইনাসে নেমে যাবে, এমনকি বিশ্বব্যাংক পর্যন্ত আমার দক্ষতার প্রশংসা করবে।

অন্যদিকে, ইলিয়াস হোসেনও নিজের নিয়োগ নিয়ে আশাবাদী। তার ভাষ্য, আমি ইতোমধ্যে আমার যোগ্যতা প্রমাণ করেছি। মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার আনন্দে সারাদেশে মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে। দেশের মানুষের এত খুশি হওয়ার কারণে চিন্তিত বোধ করছি।

সরকারের পক্ষ থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে কারা থাকবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও এ দুই ব্যক্তির নাম জনমনে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

 

পঠিত ... ২ ঘন্টা ২ মিনিট আগে

Top