ডায়াপার পরে রাস্তায় বের হওয়ার পরামর্শ ঢাকার মানুষকে

১০৪ পঠিত ... ৬ ঘন্টা ২৪ মিনিট আগে

7

ঢাকা শহরের কনসার্টের ইতিহাসে এমন প্রস্তুতি আগে কখনও দেখা যায়নি। রাহাত ফতেহ আলী খানের সুরের জাদু শুনতে আসা ভক্তদের জন্য এবার ঢাকা মহানগর পুলিশের বিশেষ পরামর্শ দিয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কনসার্টপ্রেমীদের উদ্দেশে বলে রেখেছে, সুরের জাদুতে হারাতে যারা কনসার্টে আসছেন তারা আগেভাগেই ভালো প্রস্তুতি নিন। রাস্তায় আটকে পড়লে সব দরজাই কিন্তু বন্ধ। তাই এখুনি ডায়াপার পরে বের হন। 

ডিএমপির ট্রাফিক বিভাগের এক ভুয়া প্রেস ব্রিফিং থেকে জানানো হয়েছে, ঢাকার ট্রাফিক এমন এক গোলক ধাঁধা যাকে বাইরে থেকে খুব একটা বোঝা যায় না, সরাসরি অভিজ্ঞতা না হলে এর মর্ম বোঝা কঠিন। গতবারের আতিফ আসলামের কনসার্ট থেকে আমরা শিক্ষা নিয়েছি, তাই ভক্তদের বলছি—আমরা চাইলেও ট্রাফিক পরিষ্কার রাখতে পারব না, কিন্তু আপনার অভিজ্ঞতা যেন পরিচ্ছন্ন থাকে, সেটা নিশ্চিত করতে ডায়াপার পরে বের হন।

প্রেস ব্রিফিং থেকে আরও বলা হয়েছে, গত মাসে আতিফ আসলামের কনসার্টে ৬ ঘণ্টার জ্যামে একই জায়গায় আটকে থাকা একজন ব্যক্তিকে রাস্তার পাশের ঝোপে যেতে দেখে, আমরা ডায়াপার পরিকল্পনাটি হাতে নিয়েছি। আমরা চাই না একটি পরিকল্পিত নগরিতে কেউ ঝোপে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিক। 

কনসার্ট আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী বলেন, আমরা ভক্তদের বলব, কেবল ডায়াপার নিয়ে নয়, খাবার, পানি এবং স্যালাইন নিয়ে আসুন। কারণ এই কনসার্টে আপনার অনেক আনন্দ যেমন থাকবে, তেমনি হাল্কা পাতলা বিড়ম্ববনাও থাকবে। সব ঠিক থাকলে হয়তো একদিন আপনিও গর্ব করে বলতে পারবেন, আমি রাহাত ফতেহ আলী খানের কনসার্টে আটকে পড়া প্রজন্মের একজন।

তিনি আরও বলেন, আমরা জানি সবাই সঠিক সময়ে স্টেডিয়ামে আসতে পারবেন না, অনেকে রাস্তায় আটকে থাকবেন। আশা করছি, ডায়াপার প্রস্তুতকারক কোম্পানিগুলোও পরবর্তী কনসার্ট স্পন্সর করবে এবং রাস্তায় আটকে থাকা মানুষদেরকে কনসার্ট দেখানোর জন্য বিলবোর্ডে কনসার্ট লাইভ সম্প্রচার করতে সাহায্য করবে। 

এক ভক্ত, তরুণী সাদিয়া রহমান বললেন, গতবার আতিফ আসলামের কনসার্টে এমন অবস্থা হয়েছিল যে গাড়িতে বসে বসে শুধু ফেসবুকেই রিল দেখেছি। এবার আমি ডায়াপার কিনেছি, এবং সঙ্গে স্যালাইন, পাওয়ার ব্যাংক আর কিছু শুকনো খাবার রেখেছি। যে করেই হোক, রাহাত ফতেহ আলী খানের ‘ওরে পিয়া’ লাইভ শুনতেই হবে!

অন্যদিকে এক তরুণ, রফিকুল ইসলাম নিজের প্রস্তুতির কথা জানিয়ে বলেন,আমার ব্যাগে ডায়াপার, হেডফোন, ঠান্ডা পানি ও একটি ছোটো পোর্টেবল চেয়ার আছে। যদি রাস্তায় অনেক জ্যাম হয়ে যায়, গাড়ি থেকে বের হয়ে রাস্তার মাঝখানে বসে যাব, ফেসবুকে অনেকেই লাইভ করবেন কনসার্টের। রাস্তায় বসে বসে আরাম করে কনসার্ট দেখব আর ঠান্ডা পানি খাব। 

ঢাকার কনসার্ট কালচারের এই নতুন ধারা নিয়ে ভবিষ্যতে আরও পদক্ষেপ নিতে চান আয়োজকরা। শোনা যাচ্ছে, তারা বিশেষ কনসার্ট-ফ্রেন্ডলি ডায়াপার বাজারে আনতে চান, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন রাহাত ফতেহ আলী খান নিজেই।

শেষে আয়োজকরা বলছেন,এই কনসার্ট শুধু গান নয়, এটা একটি অভিজ্ঞতা। যারা সুরের মাধুর্য উপভোগ করবেন, তারা আটকে পড়া ঢাকার ইতিহাসেও অংশ হয়ে থাকবেন।

তাহলে আর দেরি কেন? ডায়াপার পরে, প্রস্তুতি নিয়ে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টে যান। রাস্তায় আটকে পড়লেও, সুরে হারিয়ে যেতে ভুলবেন না!

 

 

১০৪ পঠিত ... ৬ ঘন্টা ২৪ মিনিট আগে

Top