লাইভে সার্টিফকেট ছিঁড়তে আসছেন স্যার

২৬৯৪ পঠিত ... ৬ ঘন্টা ২৬ মিনিট আগে

8

গতকাল ইউনিভার্সিটি অব গ্লাসগো তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রাইড মান্থ সেলিব্রেশনের একটি ছবি আপলোড দেয়। এই ছবি আপলোডের পর থেকেই শুরু হয় স্যারের ভক্তদের ভেতর চায়ের কাপে ঝড়।

ফেসবুক চালান অথচ স্যারকে চেনেন না—এমন মানুষ পাওয়া দুষ্কর। স্যার হলেন আমাদের সেই মানুষ যিনি পৃথিবীর যাবতীয় সংস্কৃতির বিরুদ্ধে একাই ক্রুসেড চালাচ্ছেন এবং আমৃত্যু চালিয়ে যাবেন। এর আগে তিনি এক সেমিনারে পাঠ্যবইয়ের বিরুদ্ধে অপসংস্কৃতির অভিযোগ এনে বইয়ের পাতা ছিঁড়েন। সেখান থেকেই পইপই করে বাড়ে তার জনপ্রিয়তা।

জেনে রাখা ভালো, প্রিয় স্যার মহান শিক্ষকের পাশাপাশি এক মহান অ্যাক্টিভিস্টও। তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের জোন অব আর্ক। ইউনিভার্সিটি অব গ্লাসগো'র এমন পোস্ট দেখে স্যার অত্যন্ত ক্রুদ্ধিত গলায় বলেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অবশ্য এই ভার্সিটিও ব্র‍্যাকের মতো ফালতু বিশ্ববিদ্যালয়। এইসব বিশ্ববিদ্যালয়ের আসলে কোনো দাম নাই। আমি একটা ফেসবুক স্ট্যাটাস লেখায় হাত দিয়েছি। শেষ হলেই আপলোড। তখন জনগণ যা ভালো মনে করে তাই করবে...

এমন একটা ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হলেন কেন? আমাদের এমন প্রশ্নে স্যার বলেন, আমাকে ভুল বুঝানো হয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের ব্যাপারে কী ভাবছেন জানতে চাইলে স্যার রেগে গিয়ে বলেন, আজকেই এটাকে ফেসবুক লাইভে পোড়াব। পোড়ানোর জন্য ১০০ ফটোকপিও করে রাখছি। এরপর আমরা যাব রাজুতে। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করব, দরকার হলে অনশনে যাব... তবুও এর একটা বিহিত করতে হবে... সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে।

২৬৯৪ পঠিত ... ৬ ঘন্টা ২৬ মিনিট আগে

Top