আপনারা কীসে খুশি হতেন?

১৯ পঠিত ... ৫ ঘন্টা ১ মিনিট আগে

26লেখা: পদ্ম আলম

আপনারা কীসে খুশি হতেন? বাচ্চা মেয়েটা রেপড হয়ে হাতিরঝিলের পানিতে ভাসলে? তখন মোমবাতি হাতে মিছিল হতো, দুইদিন কান্নাকাটি হতো—তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যেতেন।

মেয়েটার বয়স ১১। ও যা করেছে, ভুল করেছে। খুব বড় ভুল। ও যেহেতু এডাল্ট হয়নি, ওকে শাসন করে সঠিকটা বোঝানোর দায়িত্ব ওর প্যারেন্টের। আপনারা যেহেতু সবাই এডাল্ট এটুকু বোঝার মতো নলেজ আছে নিশ্চয়ই ডিসিশন মেকিং কিংবা কনসেন্ট দেবার ব্যাপারে যেটুকু নূন্যতম ম্যাচিউরিটি প্রয়োজন, সেটুকু এই মেয়েটার নেই। আপনি ওই বয়সে যতই আশিক বানায়া দেখতেন, বা লুকিয়ে এঞ্জেল সাদিয়া ফেসবুক অ্যাকাউন্ট চালাতেন, আর নিজেকে কিং অফ দ্যা ওয়ার্ল্ড ভাবতেন—সেই সময় বা বয়সের কনটেক্সটে আপনিও অবুঝ ছিলেন—আজকের দিনে দাঁড়িয়ে এটুকু নিশ্চয়ই বোঝেন। তেমনি এই মেয়েটাও অবুঝ। আজ থেকে দশ-বারো বছর পর ও নিজেও বুঝবে। সেটুকু বোঝার জন্য আজ ও বেঁচে আছে এটুকুই কি যথেষ্ট না? একজন নাবালক হারিয়ে গেলে রাষ্ট্রীয় দায়িত্ব তাকে খোঁজা। রাষ্ট্র তাই করেছে। আর ভবিষ্যতেও করবে আশা রাখি। ওর প্যারেন্টস ওকে ভালোভাবে কাউন্সিলিং করুক, দরকার হলে থেরাপিস্টের আওতায় আনুক। নিজেদের মতো শাসন করুক। ভুল শুধরানোর সুযোগ এই দেশের নিরাপত্তা সবাইকে দেয় না। ওকে দিয়েছে, তাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই।

মেয়েটার মুখে হাসি দেখে আমি প্রচণ্ড খুশি। এত এত মার্ডার আর রেপের ভিড়ে কেউ হাসছে আমার ভালো লাগছে। সেই হাসি অনুচিতই হোক। অনুচিতকে উচিত বানানো খুব অসম্ভব কিছু না তো।

 

 

১৯ পঠিত ... ৫ ঘন্টা ১ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top