১#
বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে…
মালিক: রবিন, বাগানে পানি দিয়ে আয় যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!
২#
১ম ব্যক্তি: আপনি পথ ছাড়ুন। নইলে ঐদিন যা করেছি আজও কিন্তু তেমন করবো!
২য় ব্যক্তি ভয়ে রাস্তা থেকে কাদায় নেমে পথ ছেড়ে দিলো।
১ম ব্যক্তি পার হয়ে চলে গেলে দূর থেকে ২য় ব্যক্তি জানতে চাইলো, ‘ভাই, ঐদিন কী করেছিলেন?’
১ম ব্যক্তি: আজ আপনি যেটা করলেন।
৩#
গ্রামের চৌচালা ঘর। বন্ধুরা মিলে তাস খেলছে। একজন উঠে বলল, এক মিনিট, ছোট কাজটি সেরে আসি।
সে ফিরে এলে দেখা গেল, তার জামা প্যান্টে পানির ছাট লেগে আছে।
সবাই কৌতূহলী হয়ে জানতে চাইল, ‘কীরে! বাইরে বৃষ্টি হয় নাকি?’
বন্ধু: না, তবে প্রচণ্ড বাতাস।
৪#
খালা: কী রে টুনু, তুই দিনকে দিন শুকিয়ে যাচ্ছিস কেন?
টুনু: চিন্তা করো না খালা, বৃষ্টি হলেই আবার ভিজে যাব।
৫#
কর্মচারী: স্যার বাইরে বৃষ্টিতে শহর ডুবে গেছে। আজ অফিসে আসা সম্ভব না।
বস: আপনিই তো জব অ্যাপ্লিকেশনে লিখেছিলেন সাঁতার কাটা আপনার শখ! ১০টার মধ্যেই চলে আসবেন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন