ইদের পরেরদিনের যে জোকগুলো শুধু প্রেমিক-প্রেমিকার জন্য

৬২৯৫ পঠিত ... ১৫:০৯, জুন ২৬, ২০২৩

Eid-er-pordiner-jokes

১#

আত্মীয়ের বাসায় ইদের দাওয়াত খেতে যাওয়ার সময় স্বামী স্ত্রীর কথোপকথন…

স্ত্রী: জলদি বাড়ি ফিরে চলো।

স্বামী: কেন?

স্ত্রী: ভুলে চুলা জ্বালিয়ে এসেছি। আগুন ধরে সব ছারখার হয়ে যাবে।

স্বামী: ছারখার হবে না।

স্ত্রী: এতো নিশ্চিত হয়ে বলছো কীভাবে?

স্বামী: কারণ আমিও ভুলে পানির কল ছেড়ে এসেছি।

 

২#

প্রেমিক-প্রেমিকা হোটেলে বসে খাচ্ছে। প্রচুর খাবারের অর্ডার দেয়া হয়েছে।

প্রেমিক: তাহলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছ?

প্রেমিকা: হ্যা, আমি তোমাকে বিয়ে করতে পারব না।

প্রেমিক: এই বেয়ারা, আমাদের দুইজনের দুইটা আলাদা বিল নিয়ে আসো।

 

৩#

প্রেমিক: তুমি যখন আমাকে বিয়েই করবে না তখন আমার চিঠিগুলো ফেরত দাও।

প্রেমিকা: চিঠিগুলো আমি পুড়িয়ে ফেলব।

প্রেমিক: না, না, ওগুলো  লিখতে আমার অনেক কষ্ট হয়েছে। দ্বিতীয়বার আর কষ্ট করতে পারব না।

 

৪#

প্রেমিকা: আজকের এই ফেব্রুয়ারিতে যেমন ভালবাসছো, বছরের শেষেও এমনি ভালবাসবে তো?

প্রেমিক: নিশ্চয়ই! ফেব্রুয়ারির চেয়ে ডিসেম্বরে বেশি ভালবাসব। বিশ্বাস না হয় ক্যালেন্ডার দেখো।

 

 ৫#

প্রেমিক প্রেমিকা একটা হোটেলে বসে আছে। বেয়ারা এলো অর্ডার নিতে। প্রেমিক প্রেমিকাকে বললো, ‘কী অর্ডার দেবে দাও।’

: আমার এক কাপ কফি হলেই চলবে। তোমার জন্য একটা অ্যাম্বুল্যান্স অর্ডার দাও।

: অ্যাম্বুল্যান্স কেন?

: ওই দেখো আমার স্বামী এদিকেই আসছে।

৬২৯৫ পঠিত ... ১৫:০৯, জুন ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top