উপদেষ্টা হওয়ার আগে যেসব প্রস্তুতি নিয়ে রাখবেন

৩২৩ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১১, ২০২৪

18 (20)

মানুষের জীবনে কখন কী হয়ে যায় বলা যায় না। রাতে ঘুমালেন, সকালে উঠে দেখলেন আপনি উপদেষ্টা হয়ে গেছেন। উপদেষ্টা হলেও পড়বেন বিপদে, চিরুনী অভিযান চলবে আপনার ফেসবুকে টাইমলাইনে। শুধু যে ফেসবুক তো না, আছে আরও নানান সমস্যা। এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপদেষ্টা হওয়ার আগেই নিয়ে রাখতে হবে কিছু প্রস্তুতি।

 

১# শুরুতেই ফেসবুক টাইমলাইন একদম পরিষ্কার করে ফেলুন। পুরোনো পোস্ট খুঁজে খুঁজে দেখুন, কোন পোস্টগুলো আপনাকে বিপদে ফেলতে পারে, কোন কমেন্টটি ভাইরাল হয়ে যেতে পারে। খুঁজে বের করে সেগুলো ডিলিট করে দিন। কিংবা অনলি মি করে দিন। সবচেয়ে ভালো হয় উপদেষ্টা হবেন, এমন লক্ষণ দেখা দিলে আইডি লক করে ফেলা।

 

২# কখন, কার সাথে, কবে কোথায় ছবি তুলেছেন, কে আপনার সাথে ছবি তুলেছে সব খুঁজে বের করে অনলাইন থেকে হাপিস করে দিন। সম্ভব হলে আপনার বউ, বাচ্চা, কে কার সাথে ছবি তুলেছে সেগুলোও মনে করে ডিলিট করতে হবে।

 

৩# নিজেকে হুঁশিয়ারি ও হুঙ্কার প্রুফ করে তৈরি করে নিন। আপনি যেই হন না কেন, উপদেষ্টা হওয়ার পর কোনো এক পক্ষ আপনার দিকে কঠোর হুশিয়ারি ও হুঙ্কার ছুঁড়ে দিবে। সেগুলো ঠেকাতে না পারলে বেশিদিন উপদেষ্টা থাকতে পারবেন না। ফলে নিজেকে শক্ত করুন। যেন ধাক্কা দিলে পড়ে না যান।  

 

৪# কিছু পপুলিস্ট ক্যাম্পেইন আইডিয়া ভেবে রাখুন। উপদেষ্টা হওয়ার সাথে সাথে যেসব আইডিয়া ছুঁড়ে দিয়ে জনপ্রিয়তা নিজের দিকে নিয়ে আনতে পারবেন।

 

৫# পদ হারানোর প্রস্তুতি নিয়ে রাখাটা সবচেয়ে বেশি জরুরী। কারণ মনে রাখবেন, সবকিছুর একদিন শেষ আছে। জীবনানন্দ বলেছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। একদিন না একদিন আপনার উপদেষ্টা পদও শেষ হবে। ফলে প্রস্তুতি নিয়ে রাখতে হবে উপদেষ্টা হওয়ার আগেই।

৩২৩ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১১, ২০২৪

Top