বাসা বদলানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

১৭ পঠিত ... ১৬ ঘন্টা ৮ মিনিট আগে

7

বছরের এই সময়টাতে ভাড়াটিয়াদের জীবনে অদ্ভুত এক ডিলেমা কাজ করতে থাকে, আর সেটা হলো বাসা বদলানোর ডিলেমা! বন্ধুদের কাছে হয়ত বলবেন, এইবার ভালো একটা বাসা পেলে আর ছাড়ছি না! কিন্তু যেই বাসা পাল্টানোর চিন্তা আসে, তখন থেকেই শুরু হয় নানান রকম ঝক্কি-ঝামেলার ঝড়। একটু এদিক-ওদিক হলেই মনে হয় যে বাসায় আছি ওটাই ভালো।

অনেকে শেষ পর্যন্ত বাসা বদলানোর সিদ্ধান্তে অটল থেকে নতুন বাসা খুঁজে বের করেন। বাসা বদলানোর আগে কত কী মাথায় রাখতে হয়, সেগুলোই একটু মনে করিয়ে দিচ্ছি, যাতে এই বাসা বদলানোর মৌসুম একটু হলেও সহজ হয়ে যায়।

১. রান্নাঘরের বেসিনের ভাঙা পাইপটা কি ঠিক করে যাবেন?

নতুন বাসায় ওঠার পরে বেসিনের পাইপটাকে কী মনে করে একটা জোরালো টান দিয়ে ভেঙে ফেলেছিলেন। তারপর থেকে সুতা আর স্কচটেপ দিয়ে সেটাকে কোনো মতে ঠিকঠাক করে রেখেছেন। এখন ভাবছেন, পুরোনো বাসা ছাড়ার আগে সেই পাইপটা ঠিক করেই যাবেন কিনা? নাকি নতুন ভাড়াটিয়াদের জন্য একটু সারপ্রাইজ রেখে যাবেন?

২. দরজার নবটা চাবি ছাড়াই খোলা যায়, বাড়িওয়ালাকে জানাবেন?

মাঝরাতে ভুল চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে কুস্তি করেছেন দরজার নবের সাথে! অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন মোটরসাইকেলের চাবি দিয়েও দরজা খুলতে পারছেন! এই অতি মূল্যবান তথ্যটা বাড়িওয়ালাকে জানাবেন নাকি নিজের সিক্রেট রেখে যাবেন?

৩. গ্যাস লিক করে... কাউকে বলবেন?

রান্নাঘরে ঢুকলেই ঝাঁঝালো গন্ধ। দরজা-জানালা খুলে রাখার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই বাসা ছাড়ার আগে গ্যাস লিকের এই গোপন রহস্যটা বাড়িওয়ালাকে জানাবেন কিনা।

৪. বাথরুমের ফ্ল্যাশটার কী হবে?

ইঞ্জিনিয়ারিঙের চর্চা করতে গিয়ে ফ্ল্যাশটাকে একবার এমন ঘাঁটিয়েছেন যে এখন সেটা প্রায় অকার্যকর। আগে থেকেই বাড়িওয়ালাকে জানিয়ে যাবেন নাকি নিজের বানানো অ্যাডভেঞ্চারটা পরের ভাড়াটিয়ার জন্য রেখে দেবেন?

৫. ময়লার বিল বাকি, দেবেন কিনা?

গরিবি হালে গত দুই মাসের ময়লার বিল জমে গেছে। আর কিছুদিন গেলে তিন মাস হবে। নতুন বাসায় ওঠার পর আর তো ওই বিলের খোঁজ নেওয়ার কেউ নেই। ভাবছেন, বিলটা দেবেন নাকি ওইভাবেই চলে যাবেন?

৬. মাকড়সার জাল পরিষ্কার করবেন?

ঘরটা দিন দিন মাকড়সাদের রাজ্যে পরিণত হয়েছে। মনে হয় আপনার বাসার চেয়ে ওরাই বেশি আরাম পাচ্ছে। আপনি কি যাওয়ার আগে সেই জালগুলো নিজের হাতে পরিষ্কার করবেন নাকি নতুন ভাড়াটিয়াদের জন্য এই আশ্চর্য সুন্দর ডেকোরেশন রেখে দেবেন?

৭. পাশের ফ্ল্যাট থেকে নেওয়া বাটিটা ফেরত দেবেন?

কিছুদিন আগে পাশের ফ্ল্যাট থেকে এক বাটি নিয়েছিলেন, এখন বাসা ছাড়ার সময় সেটা খালি ফেরত দেবেন, না কিছু উপহার দিয়ে দেবেন? নাকি চুপিচুপি সেটাকে স্যুভেনির হিসেবে নতুন বাসায় নিয়ে যাবেন? ভাবার বিষয়!

৮. এলাকায় আপনার অপছন্দের লোকটাকে দেখে নেবেন?

আপনার এলাকায় এক লোক আছে যাকে একদমই সহ্য করতে পারেন না। তার চলাফেরা দেখলেই গা জ্বলে যায়। বাসা ছাড়ার আগে একটু মনের ঝাল মিটিয়ে দেবেন নাকি ভাববেন, কী হবে সেসব ভেবে!

৯. বাড়িওয়ালাকে ধন্যবাদ জানাবেন?

ঢাকার মতো একটা শহরে এতদিন জায়গা দিয়েছিল বলে কী বাড়িওয়ালাকে একটা ছোট্টো ধন্যবাদ জানিয়ে যাবেন? বাড়ির মালিক বাসা ভাড়া নিয়ে, পানি খরচ করা নিয়ে কিংবা রাত করে বাড়ি আসা নিয়ে অনেক কথা শোনালেও থাকতে তো দিয়েছিলেন, ভেবে দেখেন সে আপনার ধন্যবাদ পাবার যোগ্য কিনা।

১৭ পঠিত ... ১৬ ঘন্টা ৮ মিনিট আগে

Top