ব্যারিস্টার পার্থকে IELTS-এ 9 out of 10 দিতে চায় ব্রিটিশ কাউন্সিল

৩৩২ পঠিত ... ১৭:২৬, ডিসেম্বর ০৭, ২০২৪

29

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছাই দিয়ে শিং মাছ ধরার চেষ্টা করতে গিয়ে ভারতীয় সাংবাদিক দেবিকা চোপড়া বুঝতে পেরেছেন, তিনি ভুল করে শিং মাছের বদলে ইলেকট্রিক ইল মাছকে শোতে ডেকে এনেছেন। চুন থেকে পান খসা মাত্রই যারা টকশোতে গেস্টকে কথার মারপ্যাচে কুপোকাত করতে চায়, তাদেরকে স্বাধীনতা ও বিজয় দিবসে ৩১ বার করে ছোড়া কামানের গোলার মতো উড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার পার্থ।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ প্রতিষ্ঠা করতে চাওয়া একটি বিতর্কিত টকশোতে পার্থের সাবলীল ইংরেজি বলার দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে। এই ইন্টারভিউ ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদেরও নজর এড়ায়নি। দেশের পক্ষে সুনিপুণ যুক্তি তুলে ধরার সময় তার কথার ফ্লুয়েন্সি আর শব্দচয়ন দেখে ব্রিটিশ কাউন্সিলের হেড অফ অপারেশন পর্যন্ত মুগ্ধ হয়েছেন।

শোনা যাচ্ছে, অনেক বছর আগে পার্থ IELTS পরীক্ষায় বসেছিলেন। সেই পরীক্ষার দুই বছরের মেয়াদ বহু আগেই পেরিয়ে গেছে, কিন্তু তার কথার ধার যেন দিনে দিনে পরিণত হয়েছে পুরোনো ওয়াইনের মতো। এই ইন্টারভিউ দেখে ব্রিটিশ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, পার্থকে সম্মানসূচকভাবে IELTS-এ ১০ স্কোর দেওয়া হবে।

ব্রিটিশ কাউন্সিলের একটি আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ছেলের হাতের মোয়ার মতো সহজভাবে পুরো ইন্টারভিউ সামলেছেন ব্যারিস্টার পার্থ। তার সাবলীল ইংরেজি শুনে ব্রিটিশ কাউন্সিলের অনেক কর্মকর্তা নিজেরা নিজেদের ইংরেজি দক্ষতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। শুধু ১০ স্কোর দেওয়াই নয়, তারা পার্থের কাছ থেকে নতুন একটি স্পিকিং কোর্সও শিখতে চান।

অন্যদিকে, ফার্মগেটের একটি উদ্ভট নামের কোচিং সেন্টার পার্থের ছবি ব্যবহার করে প্রচার করেছে যে, ইন্টারভিউয়ের আগে নাকি পার্থ তাদের কাছ থেকে ক্লাস করেছেন। এখন IELTS-এ ভালো করতে চাইলে সবাইকে সেই কোচিং সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

IELTS-এ ৯-এর জায়গায় ১০ স্কোর পাওয়ার বিষয়ে ব্যারিস্টার পার্থ এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, He is everyday English, he drinks English, he sleeps English, his life is total English.

 

৩৩২ পঠিত ... ১৭:২৬, ডিসেম্বর ০৭, ২০২৪

Top