লোকটি বাসর রাতে কম্পিউটার নিয়ে বসলেন কেন? eআরকির পাঠকরা জানালেন সম্ভাব্য ১২টি কারণ

৫৩৩৪ পঠিত ... ১৭:০০, ফেব্রুয়ারি ১০, ২০২১

bashor rat pc

বাসর রাতে বউকে বিছানায় বসিয়ে রেখে একজন পিসিতে কি যেন করছে। একজনের ঠিক কোন গুরুত্বপূর্ণ কাজ থাকলে সে এই সময় পিসিতে বসতে পারে? আমরা ভেবে না পেয়ে ইআরকির আপামত পাঠক জনতার কাছে জানতে চেয়েছিলাম। দেখুন, উনারা কী কী সম্ভাব্য কারণ ভাবলেন...

computer kaj

১# ইভ্যালিতে বাসরঘরের জিনিস অর্ডার করেছিলেন। সেই অর্ডারের অবস্থা দেখতেছে। (ইরুল ইমতিয়াজ)

২# বউ কইছে আগে আইডির সব মাইয়ারে ব্লক দিতে। (হুমায়ুন কবির সজিব)

৩# Facebook এ বসে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করছে। আর যেসব মেয়ে মোটা বলে এক্সেপ্ট করে নাই, সেগুলাকে ম্যাসেজ দিয়ে বলছে তোর থেকেও সুন্দরী বউ পাইছি... শালী ভাগ। (মেহেদি হাসান জনি)

৪# ব্রাউজিং হিস্টোরি ডিলেট করছেন। (মোহাম্মদ ইনজামামুল হোসেন)

৫# বিজেপির আইটিসেলের লোক। খুব সম্ভবত কৃষক আন্দোলন ধামাচাপা দেওয়ার জন্য প্রোপাগান্ডা সৃষ্টি করছে। (তুষার আহমেদ)

৬# উনি আর লোন শোধ করতে পারবেন না এই কথা জানিয়ে ব্যাংকে মেইল করছেন। (সাজিদ মোস্তাফিজ)

৭# বাসর ঘরে "আল জাজিরা" মনিটরিং করছে কি না কম্পিউটারের সাহায্যে দেখে নিশ্চিত হয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। (এমডি সোহেল আরমান)

৮# শেষ মুহুর্তের রিভিশন। প্রিপারেশন যতই ভালো থাকুক, সিরিয়াস স্টুডেন্টরা পরীক্ষার হলে ঢোকার পূর্বমুহূর্তে গুরুত্বপূর্ণ টপিক গুলোতে দ্রুত চোখ বুলিয়ে নেন। (রাকিব বিন ইসলাম)

৯# আপু আজকেই বিয়ের ছবি আপ দিবে তাই এডিটিংয়ের জন্য বসিয়ে দিয়েছে। (আনোয়ারুল আজিম রাজ)

১০# উনার মা রুমে চলে এসেছেন তাই বিছানা থেকে এক দৌড়ে এসে আগের দিনগুলার মতো অনলাইনে পড়তে বসেছেন। (রাফুল ইসলাম)

১১# পোস্টের পর পোস্ট দিয়ে আল জাজিরার চক্রান্তের জাল ছিঁড়ে ফেলছেন। (আরিফ হাসান বানী)

১২# ব্যাটা কোচিং এর পরিচালক হঠাৎ মনে হইছে কাল সকালে পোলাপানের এক্সাম তাই প্রশ্ন করতেছে। (কাউসার হামিদ জীবন)

৫৩৩৪ পঠিত ... ১৭:০০, ফেব্রুয়ারি ১০, ২০২১

Top