ফেসবুক প্রোফাইলে নীল টিক পাওয়ার জন্য মার্ক জাকারবার্গের নিকট আবেদনপত্র

৬৫০ পঠিত ... ২১:০৫, সেপ্টেম্বর ২৬, ২০২১

zuck blue tick application

বরাবর
মার্ক জাকারবার্গ
সিইও, ফেসবুক
সিলিকন ভ্যালি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা
বিষয়: মহামূল্যবান ব্লু ব্যাজ/টিকের জন্য আবেদন

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি গত ১০ বছর যাবত ফেসবুকের একজন নিয়মিত গ্রাহক। আমার ফলোয়ার সংখ্যা ১৭০০০। দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন আমি ফেসবুকিং করি। ফেসবুকের প্রতিটি ইস্যুতে আমি সদা জাগ্রত৷ যুক্তি, যুক্তিখন্ডন নিয়ে আমার তুমুল লেখালেখি ফেসবুকবাসীকে ইস্যুগুলো বুঝতে সাহায্য করে। আমি প্রতিনিয়ত রাজনীতি, অর্থনীতি, সমাজতন্ত্র, বিজ্ঞান, ধর্ম, নাস্তিক্যবাদ, পরিবেশ, খেলাধুলা, সিনেমাসহ মহাবিশ্বের সব কিছু নিয়েই ফেসবুকে গবেষণাধর্মী স্ট্যাটাস প্রকাশ করি। অত্যন্ত বিনয়ের সহিত জানাচ্ছি যে, অধমের পোস্ট প্রতি গড় রিয়্যাকশন প্রায় এক হাজার। ফেসবুকে সম্ভবত আমিই একমাত্র ব্যক্তি, যার প্রোফাইলে প্রতিটি ইস্যুর পক্ষে ও বিপক্ষে দুদিক থেকেই আর্গুমেন্ট আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এত সমৃদ্ধ একটি ফেসবুক আইডি থাকার পরেও আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলটি এখনও ব্লু-টিক অর্জন করতে পারেনি। এর আগে একাধিকবার কর্তৃপক্ষ বরাবর আবেদন করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে, আমার প্রোফাইলটিকে ব্লু-টিক প্রদান করে মহোদয়ের প্রতি আজীবন কৃতজ্ঞ রাখবেন।
উল্লেখ্য, আমি ও আমার পরিবারের সবাই জাকারবার্গ সৈনিক। আমাদের পরিবারের সবার ঘরে আপনার, প্রিসিলা ম্যামের ও রাজকুমারীর ছবি টাঙ্গানো আছে। আপনি যখন আমেরিকায় প্রাইভেসি ইস্যুতে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তখনও আমি 'জুকা একা কী করবে? জুকাকে ভুল বুঝানো হয়েছে' এমন নানাবিধ যুক্তিতর্কে অংশগ্রহণ করে আপনার মান-ইজ্জত রক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছি।

ইতি,
আপনার একান্ত বাধ্যগত ফেসবুকার
ভাইরাল মিজান
(আইডি লিংক আবেদনপত্রের সহিত সংযুক্ত রয়েছে)

৬৫০ পঠিত ... ২১:০৫, সেপ্টেম্বর ২৬, ২০২১

Top