গত সোমবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের মৃত্যুতে অনেকে ফেসবুকে নানান আবেগঘন পোস্ট দিচ্ছেন। কিন্তু যারা সমরেশ মজুমদারকে চেনেন না, তারা বেশ বিপদে আছেন। ট্রেন্ড মিস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও দিতে পারছেন না কোনো স্ট্যাটাস। তাদের জন্য ক্রাশ কোর্স নিয়ে আসলো eআরকি। জেনে নিন, সমরেশ মজুমদারকে না চিনেও কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দেবেন।
১#
গুগলে সমরেশ মজুমদার লিখে সার্চ করুন। উইকিপিডিয়া থেকে কিছু ইনফো পেয়ে যাবেন। সেখান থেকে কয়েকটা লাইন কপি করে পোস্ট দিতে পারেন। সমরেশ মজুমদারের ছবিও গুগলে পেয়ে যাবেন। খেয়াল রাখবেন, সমরেশ মজুমদারের বদলে যেন সমরেশ বসুর ছবি ব্যবহার করে না ফেলেন।
২#
গুগল থেকে সমরেশ মজুমদারের কয়েকটা বইয়ের কভার নামিয়ে নিতে পারেন। একটু পরিশ্রম করে খোঁজাখুঁজি করলে সমরেশের বই, চা, হেডফোন, ফুল, কানের দুল ইত্যাদির সাথে কোনো একটা নান্দনিক ছবিও পেয়ে যেতে পারেন। এই ছবি আপলোড করলে মানুষ বুঝবে আপনি কতটা সমরেশপ্রেমী।
৩#
সমরেশের কয়েকটা বইয়ের রিভিউ পড়ে ফেলতে পারেন। এরপর সমরেশের বইয়ের সাথে আপনার জীবনের কিছু সময়ের কথা জানাতে পারেন। যখন একা ছিলেন, তখন কীভাবে সমরেশ মজুমদারের বই আপনাকে ভালো থাকতে সাহায্য করে, প্রথম ব্রেকাপের পর কীভাবে সমরেশের বই আপনাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে।
৪#
একান্তই সমরেশ মজুমদারকে চিনতে না চাইলেও স্ট্যাটাস দিতে পারবেন। লিখুন, সমরেশ মজুমদার কে? চিনি না।
৫#
সমরেশ বসুর ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিতে পারেন, ‘চিরবিদায় প্রিয় লেখক। প্রিয় কবি।‘