৩১ ডিসেম্বর আসলে কী হতে চলেছে

১৫৮ পঠিত ... ১৬:৫৫, ডিসেম্বর ২৯, ২০২৪

1

২০২৪ সালের ৩১ ডিসেম্বরকে ঘিরে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভবিষ্যদ্বাণী। বিজ্ঞানী থেকে জ্যোতিষী, সাধারণ মানুষ থেকে পেশাদার ভবিষ্যৎ বিশ্লেষক—সবাই ৩১ ডিসেম্বর নিয়ে কথা বলছেন। সর্বশেষ এমন উত্তেজনা সৃষ্টি হয়েছিল ২০১২ সালের ২১ ডিসেম্বর নিয়ে, যা পৃথিবীর শেষ দিন বলে ধারণা করা হয়েছিল। তবে এবার যে আলোচনা, তা একেবারেই ভিন্ন।

গতকাল রাতে দেশের প্রখ্যাত জ্যোতিষ শিরোমণি হাতেম সিংহ এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে পৃথিবীতে শুরু হতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। তার কথায়;

১#

৩১ ডিসেম্বরের মধ্যরাত থেকে সময় তার স্বাভাবিক গতিপথ ছেড়ে উল্টো পথে চলা শুরু করবে। রাত ১২টা বাজতেই ক্যালেন্ডারের পাতা বদলানোর বদলে তারিখ কমতে থাকবে। ৩১ ডিসেম্বরের পর ৩০, এরপর ২৯, এভাবে ক্যালেন্ডার ফিরে যাবে অতীতে। শুধু সময়ই নয়, পৃথিবীও তার গতিপথ বদলে ফেলবে। পৃথিবীর ঘূর্ণনের বিপরীতমুখী এই পরিবর্তনের ফলে সূর্য উঠবে পশ্চিমে এবং অস্ত যাবে পূর্বে।

২#

গাছেরা অক্সিজেন তৈরি করতে ভুলে যাবে। দিনে আলো না থাকার কারণে গাছেরা তাদের স্বাভাবিক খাদ্য তৈরির প্রক্রিয়া, অর্থাৎ ফটোসিনথেসিস, করতে পারবে না। ফলস্বরূপ, দিনে অক্সিজেনের উৎপাদন বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি, রাতেও সূর্যের আলো থাকার ফলে মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাবে।

৩#

নাসার এক প্রতিবেদনে উল্লেখ করেছে ৩১ তারিখ থেকে মাছ আকাশে উড়তে শুরু করবে আর পাখিরা পানির নিচে সাতার কাটবে। বাঘ দাওয়াত করবে হরিণের পুরো পরিবারকে। টম আর জেরি একে অন্যকে আর জ্বালাবে না বলেও শোনা যাচ্ছে।

৪#

হাতেম সিংহ এবার সবচেয়ে চমকপ্রদ যে ভবিষ্যদ্বাণীটি করেছেন, তা হলো—এই দিন থেকে দাম্পত্য জীবনের সমস্ত প্রথাগত নিয়ম ভেঙে যাবে। স্ত্রীদের ঝগড়ায় পরাজয় স্বীকারের দিন শুরু হবে এই ৩১ ডিসেম্বর থেকেই। তারা প্রথমবারের মতো স্বামীদের কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল মেনে নেবে। অন্যদিকে, স্বামীদের মধ্যে আসবে এক অভূতপূর্ব পরিবর্তন। তারা সকালে উঠে নাস্তা বানিয়ে স্ত্রীর ঘুম ভাঙাবে।

৫#

জ্যোতিষীরা বলছেন, এই দিন থেকে মানুষে মানুষে প্রেম এবং মহব্বত বাড়বে। তবে প্রেম বাড়ার সঙ্গে সঙ্গে ঝগড়াও বৃদ্ধি পাবে। অর্থাৎ একদিকে যেখানে ভালোবাসার জোয়ার বইবে, অন্যদিকে তর্ক-বিতর্কের স্রোতও প্রবল হয়ে উঠবে।

৬#

বিশেষজ্ঞরা বলছেন, ৩১ ডিসেম্বরের এই পরিবর্তন শুধু দাম্পত্য বা ব্যক্তিজীবনে সীমাবদ্ধ থাকবে না। এটি রাষ্ট্রীয়, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকেও প্রভাবিত করবে। অফিসের বসরা কর্মীদের উৎসাহিত করতে প্রশংসা করবে, মাসে মাসে বেতন বাড়াবেন আর কর্মীরা বসদের পেছনে পেছনে ভূয়সী প্রশংসা করতে শুরু করবেন।

তাহলে, কী সত্যিই ৩১ ডিসেম্বর রাত ১২টায় সবকিছু উল্টো পথে হাঁটা শুরু করবে? নাকি এই ভবিষ্যদ্বাণীও ২০১২ সালের মতো নিছক গুজব হয়ে রয়ে যাবে? আমরা সবাই অপেক্ষা করছি এক অজানা ভবিষ্যতের জন্য।

 

১৫৮ পঠিত ... ১৬:৫৫, ডিসেম্বর ২৯, ২০২৪

Top