বিশ্ববাজারে নেটফ্লিক্স খুবই জনপ্রিয় সাইট। সিনেমা, সিরিজ থেকে শুরু করে সবকিছুই হাতের মুঠোয়। একবার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কিনে ফেললে জীবনজুড়ে শুধু নাটক আর নাটক। তবে, এবার বাজারে চলে এসেছে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী! নেটফ্লিক্স থেকেও ভালো মানের, সতেজ, তাজা, এমনকি প্রতিদিনই নতুন নতুন নাটক সাপ্লাই দিতে সক্ষম এটি। তাই, বিশ্ববাসীরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বন্ধ করে কিনে নিচ্ছেন বাংলাদেশের সাবস্ক্রিপশন।
এ ব্যাপারে ১০ বছর ধরে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে রাখা এক লয়্যাল কনজিউমারের সাথে কথা বললে তিনি আমাদের জানালেন, নেটফ্লিক্স ভালো জিনিস কিন্তু ওরা যা দেখায় এগুলা তো সব Delulu. তাছাড়া নতুন জিনিস আসতেও সময় লাগে। অথচ বাংলাদেশে দেখেন, প্রতিদিন বললেও ভুল হবে; প্রতি ঘণ্টায় নতুন নতুন নাটক, সিরিজ চলতেই আছে! একটার থেকে আরেকটা বেশি ইন্টারেস্টিং। এমনকি একইসময় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাটকও চলতে থাকে। তাই কোনো একটা সাইটে যদি সব নাটক ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে পাশাপাশি আমরাও ভালো ভালো নাটক দেখার সুযোগ পাব।
এ ব্যাপারে নেটফ্লিক্সের সিইওর বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হলেন না। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় কালো স্যুট পরে লাইভে এসে তিনি কান্না করলেন। এবং বললেন, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন হারানোর বেদনা কী তা আমি বুঝি।