গণ্ডারের পাশাপাশি বাড়ছে আওয়ামীলীগ নেতাদের চাহিদা, হতাশায় গণ্ডারসমাজ

৭৬ পঠিত ... ১৬:০১, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

21

একসময় চামড়ার বাজারে গণ্ডারদের একচেটিয়া আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান হুমকির মুখে। কারণ, মানুষের মধ্যে এমন একদল তৈরি হয়েছে যাদের চামড়ার পুরুত্ব গণ্ডারকেও হার মানিয়েছে! রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি, দমন-পীড়ন ও গণহত্যা করেও এক বিন্দু অনুশোচনা বা আত্মসমালোচনা না থাকায় আওয়ামীলীগ নেতাকর্মীরা দখল করেছেন গণ্ডারদের জায়গাটি। 

নিজেদের মার্কেটে নতুন ব্র্যান্ড হিসেবে আওয়ামীলীগে নেতাকর্মীদের আবির্ভাবে বেশ হতাশায় ভুগতে শুরু করেছেন গণ্ডার সমাজ। এই সংকট নিয়ে আমরা কথা বলেছি এক হতাশাগ্রস্ত গণ্ডারের সঙ্গে। যেখানে তিনি বলেন ‘ভাই, আমাদের তো মর্যাদা ধুলায় মিশে গেল! আগে মানুষ আমাদের নিয়ে কথা বলত, আমাদের নিয়ে তুলনা দিত। আর এখন? আওয়ামীলীগ নেতারা এমন জায়গায় চলে গেছে যে আমাদের কেউ মনে রাখে না! তাদের চামড়া এত পুরু যে আমাদেরও লজ্জা লাগে! আমরা অন্তত লজ্জাটা পাই, আমাদের চামড়া নিয়ে কেউ খেলতে চাইলে পালাই। কিন্তু এদের দিকে তাকাও, কী নির্লজ্জ! গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার—সব ধ্বংস করে দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে! আমাদের তো অন্তত কিছু নীতি আছে, কিন্তু এদের? পুরো নির্লজ্জ মাফিয়া সিন্ডিকেট। ভাবছি লীগের নেতা বিশেষ করে গণ্ডাররাণীর নামে মামলা করে দেব! ‘গণ্ডারের মতো চামড়া’ এই উপমা আর চলবে না, বরং ‘আওয়ামীলীগের নেতাদের মতো চামড়া’ এই ফ্রেজ চালু করা দরকার! অন্তত আমাদের সম্মান একটু বাঁচবে।

অন্যদিকে এই প্রতিযোগিতায় গণ্ডারসমাজকে পেছনে ফেলতে পারার পর আওয়ামী নেতা কর্মীদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। বিষয়টিকে লজ্জা পাওয়া উচিত কিনা এই প্রসঙ্গে এক আওয়ামী পাতি নেতাকে জিজ্ঞেস করা হলে তিনি আমাদের বলেন, আরে ভাই, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়! গণ্ডারের চামড়া বলে এতদিন সবাই গণ্ডারদের নিয়ে হাসাহাসি করত। এখন আমাদের নাম আসছে! আমরা উন্নয়ন করছি, সবই হয়েছে আমাদের আপার জন্য, উন্নয়ন মানেই আপা, লাভ ফর আপা। আমাদের সহ্যশক্তি বেড়েছে, জনগণ যাই বলুক, কিছুতেই কুচ পরোয়া নেই! আমাদের লজ্জা বলে কিছু নেই, এটাই আমাদের সফলতা।

বিশ্ববাজারে গণ্ডারদের চামড়ার দরপতন এবং আওয়ামীলীগের নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা। গণ্ডারসমাজের দাবি, যদি পরিস্থিতি এমনই চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তবে, বিশেষজ্ঞদের মতে, যতদিন গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন ও নির্লজ্জতা থাকবে, ততদিন গণ্ডারদের চেয়ে আওয়ামীলীগ নেতাদের চাহিদাই বেশি থাকবে।

৭৬ পঠিত ... ১৬:০১, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

Top