মুষড়ে পড়েছে চা-পানি বিক্রেতারা

১৩৬ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

23

পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।

এমন সংস্কারে নাগরিকেরা উল্লাসে মাতোয়ারা হলেও শোকে পাথর হয়ে গেছেন থানার আশপাশের চা-পানি বিক্রেতারা। তাদের দীর্ঘদিনের ব্যবসায় হুট করেই নেমে এসেছে ধস।

ঠিক কী কারণে তারা ভেঙে পড়েছেন এ ব্যাপারে সরাসরি মুখ না খুললেও নিজের হতাশার কথা ব্যঞ্জন করেছেন অনেকেই। তাদের হৃদয়ে রক্তক্ষরণের কারণ জানতে চাইলে সাইফুল (২৩) নামের এক চা বিক্রেতা জানান, ভাই, আমার বাপের চায়ের দোকান ছিল জিগাতলায়। সেই বিল্ডিং দোকান ভাইঙা টিনের দোকান নিয়া বসছিলাম থানার পাশে। লাভও অনেক বেশি হইতেছিল। পুলিশ ভাইদের উপরে এই জুলুম কিন্তু আমাদের উপরও জুলুম। আমাদের পেটে লাথি মারার জন্য ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে।

জনগণের বন্ধু পুলিশ সদস্যরাও এই সিদ্ধান্তে বিধ্বস্ত। এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চোখ মুছতে মুছতে বলেন, আমরা জনগনের বন্ধু। বন্ধুর সাথে বন্ধুর মানবিক সম্পর্ক নষ্ট করল অন্তবর্তীকালীন সরকার। আগে তারা আসত, থানায় বসত, আমরা সুখ-দুঃখের কথা আলাপ করতাম, চা পানি খেতাম। খারাপ কী ছিল? পাশাপাশি কত দরিদ্র ব্যবসায়ীর অন্নসংস্থান হতো!  

তবে চা পানি বিক্রেতারাও দমবার পাত্র নয়। চায়ের দোকানে ভিড় কমে যাওয়ায় ব্যবসায়ীরা নতুন নতুন উপায় খুঁজছেন। গোপন সূত্রে জানা গেছে, চা পানির দোকানগুলো থানার পাশ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাসপোর্ট অফিসের পাশে। তারা আশা করছেন শীঘ্রই তাদের অন্নবস্ত্রের জৌলুস ফিরিয়ে আনতে সাহায্য করবেন পাসপোর্ট অফিসের কর্মকর্তাগণ।

১৩৬ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

Top