দেশে আবিষ্কার হয়েছে নতুন মৌল, মৌল 'বাদ'

১০৪ পঠিত ... ১৭:১৫, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

12

দেশে আবিষ্কৃত হলো নতুন মৌল, মৌল বাদ। রাশিয়ার মাথায় হাত, চীনের হায় হায়!

বাংলাদেশে নতুন এক মৌল আবিষ্কৃত হয়েছে যার নামকরণ করা হয়েছে মৌল বাদ। দেশের এই অভূতপূর্ব সাফল্যে বিস্ময়াভিভূত হয়ে ইলন মাস্ক এক্সে লিখেছেন, আই লাইক ইট! আআআই, লাইক ইট!

মৌল বাদ মৌলিক নাকি যৌগিক সেটা নিয়ে গবেষকদের মধ্যে দ্বিধা থাকলেও পরবর্তীতে তারা কোনো সমন্বয়ক ছাড়াই নিজেদের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্তে উপনীত হন যে, এটা যৌগিক মৌল। মৌল বাদকে ভাঙলে যেসব নতুন উপাদান পাওয়া যায় সেগুলোকেও নতুন মৌল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা এ ব্যাপারে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করতে চাইলে ট্রাম্প তাকে হুঁশিয়ার করে বলেন, বেশি ফালাফালি ভালো নয়! যা পেয়েছ তাই নিয়ে সুখী থাক!

এদিকে মৌলবাদের প্রথম আবিষ্কারক কে সেটা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। নিজেকে এই মৌলের মাস্টারমাইন্ড দাবি করে সোশ্যাল নেট‌ওয়ার্কিং সাইটে ইতোমধ্যে পোস্ট দিয়েছেন কয়েকজন গবেষক। ধারণা করা হচ্ছে রিঅ্যাক্ট, কমেন্টের ভিত্তিতে প্রধান গবেষক যেকোনো সময় যে কাউকে আবিষ্কারক হিসেবে স্বীকৃতি প্রদান করতে পারেন। সাংবাদিকরা সার্বক্ষণিক নজর রাখছেন ফেসবুকে।

এদিকে রাশিয়ার কয়েকজন শীর্ষস্থানীয় গবেষক সামাজিক নিজেদের কপাল চাপড়ে দুঃখ প্রকাশ করে বলেন, বলো, কেন এমন হয়? না পারার অর্থটাকে অপারগতা কয়?

মৌল বাদের ভর, প্রোটন, নিউট্রন ইতোমধ্যেই বের করে তাক লাগিয়ে দিয়েছে চীন। শুধু তাই নয়, রাশিয়াকে ব্যঙ্গ করে কবিতাও লিখে চীনের এক কবি যেটা সাড়া ফেলে দেয় রাশিয়ায়। চুয়াংচিং নামের এক গবেষক আশঙ্কা করে তার ব্লগে লিখেন, রাশিয়া আবার কবিতা লেখার জন্য মামলা করবে না তো? রাশিয়ার কর্তৃপক্ষ তাদের এক অফিশিয়াল বার্তায় জানায়, এটা বাংলাদেশ নয় ম্যান! সাহিত্যে আমরা পূর্ণ স্বাধীনতা দেই সবার‌ই নিজের মতামত প্রকাশের অধিকার রয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে মৌল বাদকে পর্যায় সারণিতে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কিন্তু  International Union of Pure and Applied Chemistry , IUPAC সাফ জানিয়ে দিয়েছে, আমাদের পর্যায় সারণির পর্যাপ্ত সংস্কার ছাড়া একে কোনো পর্যায়েই ফেলা সম্ভব নয়।

১০৪ পঠিত ... ১৭:১৫, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top