জেলখানায় সাতদিনের শিক্ষা-সফর কোর্স চালু করছেন পলক

৭৬ পঠিত ... ১৭:৪০, ফেব্রুয়ারি ২০, ২০২৫

দেশের শিক্ষাখাতে আমূল পরিবর্তন আনতে এবং তরুণ সমাজকে বাস্তব জীবন সম্পর্কে সচেতন করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য-প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি ঘোষণা দিয়েছেন, প্রত্যেক নাগরিকের অন্তত সাতদিন জেলে থাকা উচিৎ, কারণ জেল জীবন শিক্ষনীয়।

এই ঘোষণার পর থেকেই দেশের শিক্ষানুরাগী মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, এই শিক্ষা সফর দেশের তরুণদের জন্য একটি দারুণ সুযোগ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।

 

কোর্সের কাঠামো ও সিলেবাস

পলকের পরিকল্পনা অনুযায়ী, সাত দিনের এই কোর্সটি তিনটি ভাগে বিভক্ত থাকবে।

প্রাথমিক ওরিয়েন্টেশন:

গ্রেফতার হওয়ার পর প্রাথমিক সার্ভাইভাল কৌশল

থানায় এক রাত কাটানোর মৌলিক কৌশল

মধ্যবর্তী প্রশিক্ষণ:

রিমান্ডের সময় আত্মরক্ষা করার টেকনিক

খাবার না খেয়েও কিংবা অন্যের কলা খেয়ে বেঁচে থাকার কলা-কৌশল

স্নাতক সমাপনীর অংশ:

কীভাবে মিডিয়ার সামনে উল্টা পাল্টা বলতে হয়

কীভাবে জামিন পেতে ‘উচ্চ মহল’কে খুশি করা যায়

জেল থেকে বেরিয়ে ‘এক্সপেরিয়েন্সড’ নেতা হওয়া যায় কীভাবে?

 

এই শিক্ষা সফর শেষে কিছু ভাগ্যবান শিক্ষার্থী বিশেষ ইন্টার্নশিপের সুযোগও পাবেন। তাদের সরাসরি রাজনৈতিক নেতাদের অধীনে কাজ করার সুযোগ দেওয়া হবে, যেখানে তারা শিখতে পারবেন কীভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে বিরোধী কণ্ঠ দমন করতে হয়, কীভাবে ইন্টারনেট বন্ধ করে জনগণকে স্তব্ধ করা যায়, এবং কীভাবে দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়।

অনেক তরুণই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, মনে হচ্ছে, তারা পলক ভাইয়ের মতো দূরদর্শী নন। সাত দিনের এই শিক্ষা সফর আমার জীবন বদলে দিতে পারে।

তবে আওয়ামী আমলের ভুক্তভোগী অনেকেই কটাক্ষ করে বলছেন, যে মানুষ আমাদের জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, তিনি এখন নিজেই জেল শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের শিক্ষা দিতে চান। বাহ, অভিনব উদ্যোগ!

এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলক বলেন, আমি চাই আমাদের যুবসমাজ বাস্তব শিক্ষা পাক। শুধু থিওরি পড়ে লাভ কী? জীবন মানে শুধু ক্যাম্পাস না, আদালত, থানা, জেলখানাও জীবনদর্শনের অংশ।

তিনি আরও বলেন, আমি নিজেও একদিন এই কোর্স করে দেখতে চাই। তবে অবশ্যই ‘ভিআইপি সেলে’!

৭৬ পঠিত ... ১৭:৪০, ফেব্রুয়ারি ২০, ২০২৫

Top