বনলতা সেনকে সাথে নিয়ে কাপল ভ্লগ খুললেন জীবনানন্দ দাশ; বন-বাবু এন্টারটেইনমেন্ট

৩৪ পঠিত ... ১৮ ঘন্টা ৮ মিনিট আগে

14

সাম্প্রতিক সময়ে কাপল ভ্লগের যে জোয়ার বইছে, তাতে আর যাই হোক, জীবনানন্দ দাশের মতো নির্জনচারী কবিও আর উদাসীন থাকতে পারলেন না। চিরকালই তিনি ছিলেন জনবিচ্ছিন্ন, নীরবতার কবি। তবে এখন ট্রেন্ডই যখন কাপল ভ্লগ, তখন সময়ের সাথে তাল মিলিয়ে বনলতা সেনকে নিয়ে চালু করলেন নিজস্ব ইউটিউব চ্যানেল ‘বন-বাবু এন্টারটেইনমেন্ট’। চ্যানেলের প্রথম ভিডিওতেই দেখা গেল, দাশ সাহেব তার চিরপরিচিত বিষণ্ণ কণ্ঠে বলছেন, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি এই ইউটিউবে, সিংহল-সমুদ্র থেকে মালয় সাগরে, ক্লিকবেইটের সন্ধানে...!

ভ্লগে দেখা গেল বনলতা সেনও বেশ উৎসাহ নিয়ে হাজির হয়েছেন। নতুন ক্যামেরা আর রিং লাইট সেটআপ করতে করতেই বললেন, আমার চোখ দুটি নাকি পাখির বাসার মতো, তাই দাশ বাবু দুইটা গোল রিং লাইট কিনে এনেছেন, যাতে ভিডিওতে আমাকে যেন যথেষ্ট অ্যাস্থেটিক দেখায়।

প্রথম কয়েকটি ভিডিওতে তারা কাপল লাইফস্টাইল নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন।

‘বনলতা রান্নাঘরে’ সিরিজে দেখা গেল বনলতা পিঠা বানাচ্ছেন, আর জীবনানন্দ আবৃত্তি করছেন—

তবু এত ক্লান্ত লাগে, এত ক্লান্ত লাগে!

এক পর্বে স্পন্সরড পোস্টে তারা একটি ট্রাভেল এজেন্সির হয়ে কলকাতা ট্যুরের বিজ্ঞাপন দেন। ভিডিওতে দাশ সাহেব বলেন,

সেই ট্রেনের ধূসর কালো জানালা ধরে বহু দূর গিয়েছি—তবে এবার যাচ্ছি আপনাদের সাথে, আমাদের ট্রাভেল ব্লগ দেখতে ভুলবেন না!

কিন্তু ভ্লগার জীবন সহজ নয়! কবি সুধীন দত্ত এই উদ্যোগকে ভালোভাবে নেননি। তিনি নিজেই ‘ক্লান্ত, পরিশ্রান্ত কাপলস’ নামে নতুন চ্যানেল খুলে নেমেছেন জীবনবাবুর সাথে প্রতিযোগিতায়। গসিপ ফোরামে কান পাতলে শোনা যাচ্ছে, দুজনের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে ঠান্ডা যুদ্ধ চলছে। এদিকে বন-বাবু এন্টারটেইনমেন্টের লাস্ট ভিডিওতে জীবনানন্দের একদম ক্লান্ত গলায় একটি সংক্ষিপ্ত ঘোষণা শোনা গেল, আমি আর ভিডিও করতে পারব না, বনলতা সেন; তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড এডিটিংটা করে দেবে?

৩৪ পঠিত ... ১৮ ঘন্টা ৮ মিনিট আগে

Top