ফলোয়ার সংখ্যা কত হলে বই বের করা উচিত?

৩৭ পঠিত ... ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে

18a

পৃথিবীতে কিছু ইউনিভার্সাল সহজ কাজ আছে। এদের মধ্যে একটি হলো বইমেলায় বের করা।

একটা সময় ছিল যখন বই বের করার জন্য প্রয়োজন হতো মেধা, সৃজনশীল প্রতিভা এবং নিষ্ঠা । বর্তমান যুগে এই পেশা অবশ্য অনেকটাই হাতের নাগালে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। ক্যারিয়ার নিয়ে হতাশ, কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না? আজকেই কিবোর্ড হাতে নিন। কে জানে আপনার ভেতরই হয়তো লুকিয়ে আছে একজন সাদাত হোসাইন কিংবা ইলমা বেহরোজ!

তবে বই লেখার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি! তা হলো, আপনার ফলোয়ার সংখ্যা। অনেক লেখকই বুঝতে পারে না, ফলোয়ার সংখ্যা ঠিক কত হলে বই বের করতে হবে। ফলে তারা তাড়াহুড়ো করে বই বের করে মারা যায়। ফলোয়ার যদি পর্যাপ্ত না হয় তাহলে কীভাবে ফলোয়ার বাড়াবেন? তা জানাও গুরুত্বপূর্ণ!

আপনার মোবাইলের সেটিংস অপশনে গিয়ে ফলোয়ার সংখ্যা চেক করুন

ফলোয়ার সংখ্যা ১-৫০০ এর ভেতর হলে নিয়মিত গুড মর্নিং, গুড নাইট পোস্ট করতে থাকুন। শীঘ্রই তা হাজার পেরিয়ে যাবে। হাজার পেরোনোর পর আপনাকে শব্দগুচ্ছ থেকে বের হতে হবে। গুড মর্নিং-নাইটের বদলে ওয়ান লাইনার কিংবা টু লাইনার চেষ্টা করুন। কেমন সাড়া পাচ্ছেন তা নিয়মিত লক্ষ্য করুন। কেউ কমেন্ট করলে সেখানে বিনীত ভঙ্গিতে উত্তর দিন। লেখা কিংবা পোস্টটি পড়ার জন্য তাকে ধন্যবাদ জানান। কেউ কমেন্ট না করলে নিজের ফেক আইডি দিয়েই কমেন্ট করতে থাকুন। আশা হারাবেন না। এতে করে আপনার অ্যাক্টিভিটি বাড়বে, রিচও ভালো হবে।

দুই একটি পোস্ট ভাইরাল হলেই আপনার লেখক হবার সম্ভাবনা বেড়ে ৭০ গুণ হয়ে যাবে। সর্বত কনটেম্পোরারি পোস্ট দিয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখুন । তবে ভাইরাল না হলেও নিজের চেষ্টায় কোনো বিরতি দেবেন না ।

এমন করে চলতে চলতেই হঠাৎ এক বিকেলে আবিষ্কার করবেন আপনার ফলোয়ার দশ হাজার পেরিয়ে গেছে। এই পিরিয়ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিজেকে মনে করিয়ে দিন, আপনি একজন সম্ভাবনাময় লেখক। এসময় আপনার লেখার প্যাটার্ন কিছুটা পরিবর্তন করতে হবে। ওয়ান-টু লাইনার থেকে ছোটো লেখায় শিফট হোন। ১০০-২০০ শব্দের ভেতর লেখার চেষ্টা করুন এবং শব্দ সংখ্যা ধীরে ধীরে বাড়ান।

তবে এইভাবে লেখার চেয়ে সবচেয়ে বেশি ভালো যদি আপনি ভ্লগিং শুরু করেন। টিকটক, ফেসবুক রিল বানিয়ে লেখালেখির তৈরি হওয়া তুলনামূলক সহজ। অনেকে বই করার আগে অনেক রাইটারের লেখা পড়ে, নিজে লেখালেখি প্র্যাকটিস করে—এমন দীর্ঘ প্রসেসে সাধারণত বুদ্ধিমানদের যাওয়া উচিত না।

এক ভুয়া পরিসংখ্যানমতে, বইমেলায় বই বের করার জন্য আপনার অন্তত ২৫ হাজার ফলোয়ার এবং ১০০ জন শুভাকাঙ্ক্ষী প্রয়োজন। এই ১০০ জনের ভেতর ৫০ জন ফ্যামিলি এবং ফ্রেন্ডস থাকতেই হবে যারা চোখ বন্ধ করে বই ধরে হাসিমুখে ছবি তুলবেন। এই ৫০ জনের মধ্যে ২০ জনকে ফেসবুকে পোস্ট দিতে হবে , ১০ জন আপনাকে ট্যাগ করতে হবে , এবং অন্তত ৫ জনকে বইটি কত চমৎকার হয়েছে-এ ব্যাপারে দীর্ঘ রিভিউ লিখতে হবে। পকেট ভরা থাকলে প্রয়োজনে আপনি পেইড এজেন্ট কিংবা রিভিউয়ার ভাড়া করতে পারেন। তাতে ক্ষতি নেই।  

তবে আর দেরি কেন? আজই শুরু করুন আপনার লেখালেখির ক্যারিয়ার । আত্মপ্রকাশ করুন পৃথিবীর সহজতম পেশা-লেখক হিসেবে ।

৩৭ পঠিত ... ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top