ছন্দে ছন্দে কবিতা

৮৯ পঠিত ... ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে

23

লেখা: সুমন মাহমুদ

আমি যদি কখনও বইমেলায় বই প্রকাশ করি তাহলে প্রথমে কাব্যগ্রন্থ প্রকাশ করব।  কাব্যগ্রন্থের নাম থাকবে, ছন্দে ছন্দে কবিতা। এরমধ্যে কয়েকটি কবিতা থাকবে এমন… 

কবিতার নাম: ভালো থাকা

কীরে কেমন আছস?

এই তো ভালো আছি তুই?

আমিও ভালো, ভালো থাকিস

তুইও...

কবিতার নাম: মানুষ

হাঁটতে হাঁটতে রাস্তায় দেখলাম কিছু মানুষ

আমিও মানুষ তারাও মানুষ

অনেক মানুষ

নাগরিক মানুষ

কবিতার নাম: পানি

যেদিন থেকে চিনলাম তোকে

সেদিন থেকেই তোর নাম জানি

লিকুইডের মধ্যে আমি

সবচেয়ে বেশি খেয়েছি পানি

কবিতার নাম: পরিচয়

তোমার সাথে আমার প্রথম দেখা

জিজ্ঞেস করলাম নাম কী তোমার

নামটা তুমি বলে দিয়ে জানতে চাইলে আমার নাম

সেদিন থেকেই পরিচয়

কবিতার নাম: চল যাই, গিয়ে ফিরে আসি

চল একদিন যাই কক্সবাজার

সমুদ্র দেখতে

তারপর কক্সবাজার থেকে

ঢাকা ফিরে আসি

কবিতার নাম: সময়

সকালের পর রাত আসে

তার আগে আসে বিকাল

তারও কিছু আগে আসে দুপুর

এভাবেই যায় সময়

কবিতার নাম: বাজার

একদিন বাজারে গেলাম

কিছু সবজি তরিতরকারি কিনলাম

বাসায় রান্না হলো

তৃপ্তি করে খেলাম

কবিতার নাম: লজ্জা

লজ্জা পেলাম খুব

কথাটা শুনে মুখ ঘুরিয়ে ফেললাম

মুখ ফেরাতে চেষ্টা করেও পারলাম না

কারণ লজ্জা পেলাম

কবিতার নাম: রোল নম্বর  

এক ছাত্রকে ডাক দিয়ে

জিজ্ঞেস করলাম নাম

জিজ্ঞেস করলাম রোল

সে বলল আমার রোল নম্বর ৪৫

কবিতার নাম: সাদাকালো

পছন্দের রং কী তোমার?

সাদা নাকি কালো? 

সাদা হলো দিনের মতো

কালো রাতের মতো

কবিতার নাম: সকাল বেলা

আমি রাতে ঘুমিয়ে পড়ি

সকাল বেলা ঘুম থেকে উঠি

রাতে ঘুমোতে যাওয়ার পরে

ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে

কবিতার নাম: ফুসকা ভেলপুরি

সেদিন সন্ধায় পরিচিত এক রাস্তায়

ফুসকা ও ভেলপুরি বিক্রি করছিল এক লোক

আমি কাছে গিয়েই বললাম ভাই এক প্লেট ভেলপুরি দেন

তারপর ভেলপুরি খাওয়া শেষ করতেই

এক প্লেট ফুসকাও খেয়ে নিলাম

কবিতার নাম: কই তুই

একজনকে দিলাম ফোন ধরল না

আরেকবার ফোন দিলাম ধরল

আমি বললাম কই তুই?

 

কবিতাগুলো কেমন হলো? প্রায় ছয় মাস গবেষণা করে ছন্দ মিলিয়ে কবিতাগুলো লিখেছি

৮৯ পঠিত ... ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top