তুমি আমায় ডেকো একদিন চায়ের নিমন্ত্রণে

১০৬ পঠিত ... ১৭ ঘন্টা ২১ মিনিট আগে

5

চারপাশে সবাই কেমন মারামারিতে ব্যস্ত। কেউ যেন কাউকে সহ্য করতে পারছে না। শান্তির খোঁজে তারা ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, মব নিয়ে হামলা চালাচ্ছে। হামলার জবাবে কেউ গালি দিচ্ছে, কেউবা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিছু না করতে না পেরে ফেসবুকে ঝাড়ছে ক্ষোভ। আর এদিকে লাভ হয়ে যাচ্ছে শেখ হাসিনার।

আমি ঠিক বুঝি না, কেন এত মারামারি! দার্শনিক ওবায়দুল কাদেরের মতো করে বলতে ইচ্ছা হয়, সব কি শুধুই হিংসা? একটু ওয়ার্কিং, আন্ডারস্ট্যান্ডিং, রিলেশনশপি কি আমাদের মাঝে হতে পারে না? অনেক গ্যাপ আমাদের মধ্যে! দূরত্বও তৈরি হয়ে যায়। একসাথে বসে কি আমরা একটু চা খেতে পারি না? মিটিয়ে ফেলতে পারি না নিজেদের মধ্যকার সকল সমস্যা!

এমনকি হতে পারে না, টিএসসিতে তসলিমা নাসরিনের সাথে বসে চা-বিড়ি খেতে খেতে সুখ-দুঃখের আলাপ করলেন কাশেমী হুজুর। সাদিক কায়েম গিয়ে জড়িয়ে ধরলেন মেঘমল্লার বসুকে। নাদিয়া ইসলামের সাথে পাশাপাশি বসে সেলফি তুললেন আবু ত্বহা আদনান! মামুনুল হক বসে দেশ নিয়ে আলাপ করলেন সামিনা লুৎফার সাথে। আহমদুল্লাহ হুজুর ভালোবেসে একদিন কাছে ডেকে নিলেন প্রফেসর মামুনকে। শিবিরের কর্মীরা কি পারেন না একদিন ডাভ সাবান দিয়ে শাহবাগীদের গোসল করিয়ে দিতে? শফিকুর রহমান কি পারেন না একদিন রুহুল কবির রিজভীকেও চুমু দেওয়ার আগ্রহ প্রকাশ করতে।

আমরা কি এভাবে একজন আরেকজনকে চায়ের নিমন্ত্রণ দিতে পারি না? একসাথে চা খেয়ে কি মিটিয়ে ফেলতে পারি না নিজেদের মধ্যকার সকল দ্বন্দ্ব, সকল হিংসা, সকল বিভেদ! এভাবে তো জীবন চলে না, দেশ চলে না। আসেন না একদিন সবাই মিলে চা খাই। ডিজে গান চালিয়ে সবাই সবাইকে জড়িয়ে ধরে নাচানাচি করি।

১০৬ পঠিত ... ১৭ ঘন্টা ২১ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top