লেখা: রুবাইয়াত সাইমুম চৌধুরী
এক উপদেষ্টা ফেসবুকে বলছে শান্ত হতে, আর তার লোকজন ফেসবুকে বলছে বুলডোজার মিছিল করতে।
ভাইলোক, ফেসবুকে কথাবার্তা না বলে নিজেরা বসে একটু কথা বলে ঠিক করেন তো কী করবেন। শান্ত থাকবেন না কি ভাঙাভাঙি চালাবেন। নিজেরা ঠিক করে এরপরে স্ট্যাটাস দেন।
আর এসব নাটক হলে, একটু ভালোমতো স্ক্রিপ্ট ঠিক করে ফেলেন। জনগণ এক নাটকরাণীরে খেদাইছে। নাটক ভাল্লাগে না।
এখন কথা হইলো—এই যে বাসা ভাঙা, বাসায় আগুন দেওয়া নিয়ে দেশে যা হচ্ছে সেটা এক কথায় খারাপ কাজ। এটা নিয়ে যে যেই যুক্তি নিয়েই আসবে সেটা অপযুক্তি। এই কাজের ক্ষেত্রে আইন ভাঙা হয়েছে।
যখন দেশে জনগণের সরকার আছে তখন আইন ভাঙা, নিজের হাতে আইন তুলে নেওয়া জনগণকে অপমান করা এবং সরকার ও দেশের ক্ষতি করা। এটার সাথে যারা দ্বিমত করবে তারা না বুঝে দেশ, না বুঝে সরকার, না বুঝে বিপ্লব। ৩২ ভাঙতে হলে আইন আদালত দিয়ে ভাঙতেন। সমস্যা ছিল না তো।
নাটকরাণীও আইন ভাঙত। নিজের বাহিনী দিয়ে, লোক দিয়ে। এখন এই সরকারও একই কাজ করলে সে হবে নাটকরাণীর আরেক ভার্সন ‘নটরাজ-২’।
তবে এই ভাঙাভাঙির সবচেয়ে বড় সমস্যা হলো, এই ট্রেন্ড থেকে যাবে। এই সরকারের পরে আরেক সরকার আসবে। তারা জানবে মব বানায় যে কোনো কিছু ভাঙা যায়। তারা কিছু কিছু জিনিস ভাঙবে। তাদের পরে আরেক সরকার আসবে। তারাও কিছু জিনিস ভাঙবে।
কোনো সরকার যদি এসে শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাদুঘর এমন কী সংসদ ভবনও ভেঙে ফেলে তাহলে আসলে অবাক হবার কিছু নাই। ২০ কোটি মানুষের দেশে ৫ কোটি মানুষ সবসময়ই সরকারের উপরে ক্ষুদ্ধ থাকবে (কারণ তারা সরকারের বিরোধী পক্ষ) সেটা যেই সরকারই থাক, সরকার যেভাবেই গঠিত হোক। ৫ কোটি মানুষ মব বানাবার জন্য যথেষ্ঠরও বেশি। তারা তাদের রাগ ঝাড়ার জন্য যে কোনো কিছু ভাঙতে পারে। এই সরকার দেখিয়ে দিয়েছে এটা ভাঙা যায়। সরকার কিছু বলে না।
হাসিনা সরকার আমাদের যে ক্ষতি করেছে, এই সরকার এসে সেই ক্ষতি পুষিয়ে দেবে এটা আমি কখনোই ভাবি নাই। এটা বাস্তবসম্মত না। তাদের হাতে সেই পরিমাণ সময় নেই। তবে দেশের ক্ষতি হবার হার কমিয়ে ফেলবে এই বিশ্বাস আমার ছিল। কিন্তু এই ভাঙাভাঙি করে দেশের যে ক্ষতি বাড়িয়ে যাচ্ছি সেটাই তো অপুরণীয়।
এই জন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আমাদের নেতারা যদি একটু ফেসবুক থেকে বের হয়ে, নিজেরা বসে ভালোমন্দ কথা বলে স্বাভাবিক বিবেক ব্যবহার করে—একদম বেসিক কাজ, আইনের শাসনটা ঠিক করে তাহলে ভালো হয়।
ভাঙা শুরু করা সহজ। থামানো কঠিন। অনেক কঠিন। বাসা থেকে শুরু হলে সমাজ, অর্থনীতি এমনকি দেশও ভেঙে যায়।
আমরা এটা চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন