'পরনে ছোট জামা জাগায় উত্তেজনা, দোষটা তো কাপড়েরই, উইমেন্স ডে এসে গেছে'

৬৯৭ পঠিত ... ১৩:০৭, মার্চ ০৯, ২০১৯

কোন একটা দিবস এলেই অফলাইন ও অনলাইনে সবাই বাকি সব ভুলে দিবসটি নিয়ে নানাবিধ আলোচনায় মেতে উঠে।  এরপর দিনটি চলে গেলে প্রায় সবাই ভুলে যেন ভুলে যেতে চায় সে সব কথা। এই যেমন ৮ মার্চ বিশ্ব নারী দিবস এলেই সবাই সোশ্যাল মিডিয়ায় উঠেপড়ে লেগে যায় নারীর অধিকার, নারীজীবনের সংগ্রাম, নারী দিবসের স্পিরিট ইত্যাদি ইত্যাদি নিয়ে পোস্ট দিতে। চারপাশের বড় বড় প্রতিষ্ঠানও নারী দিবস উপলক্ষে প্রচার প্রচারণা করে বাড়তি প্রশংসা আদায় করে নেয়। অথচ বাকি ৩৬৪ দিন (ক্ষেত্রবিশেষে ৩৬৫ দিন) এসব চমৎকার কথা কেউ মনে রাখে না। আর মনে রাখে না বলেই, প্রায় প্রতিনিয়ত আমরা নারীর উপর আক্রমণের খবর পাই। গণপরিবহনে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি নিজ ঘরেও নারীকে শিকার হতে হয় সহিংসতার।

এমন চিত্র বাংলাদেশে যেমন সত্যি তেমনি পাশের দেশ ভারতের, বিশেষ করে বাংলাভাষী পশ্চিমবঙ্গে, জন্যেও খুব একটা মিথ্যা না। একদিন খুব গুরুত্ব দেওয়ার ভান করে সারা বছর ঠিকই নারীর প্রতি মৌখিক, শারীরিক কিংবা মানসিক আক্রমণ চালানোই যেন বাঙালি সমাজের এক রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারটিকেই বিদ্রুপ করে ওপার বাংলায় ‘উইমেনস ডে এসে গেছে’ নামের একটি গান প্রকাশ করেছে ‘মাছ ভাত’। অনুপম রায়ের জনপ্রিয় গান ‘বসন্ত এসে গেছে’ গানের অনুকরণে গাওয়া ‘উইমেনস ডে এসে গেছে’ গানটি লিখেছে ‘মাছ ভাত’ টিম। গানটির অ্যানিমেটেড ভিডিও বানিয়েছে ‘বং ড্যুড’ এবং অসাধারণ লিরিকের গানটি চমৎকার করে গেয়েছেন স্বর্ণালি দে। প্রাত্যহিক জীবনে নারীর প্রতি বাঙালির আচরণ এবং ৮ মার্চ নারীকে নিয়ে ভালো ভালো কথা বলার হিপোক্রেসি নিয়ে গাওয়া গানটি শুনে ফেলুন।

 

 

আরো পড়ুন:
৬৯৭ পঠিত ... ১৩:০৭, মার্চ ০৯, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top