বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সবচেয়ে করুণ জায়গাটি যেমন গণরুম তেমনি সবচাইতে প্রাণবন্ত জায়গাটিও সম্ভবত গণরুম। দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলগুলোতে প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্রদের থাকতে হয় গণরুমে। এক সময় গেমস রুম, টিভি রুম কিংবা কমন রুম হিসেবে বানানো বড় আকৃতির রুমগুলো ছাত্রদের থাকার জায়গা করে দিতে হয়ে যায় গণরুম। একেকটি রুমে তিরিশ থেকে পঞ্চাশ জন পর্যন্তও ছাত্র গাদাগাদি করে থাকেন। গণরুমগুলো যেন অন্য এক দুনিয়া।
এমনই এক গণরুমে কিছুদিন আগে হয়ে গেল অন্যরকম এক র্যাম্প শো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের একটি গণরুমে ঘটে এমন ঘটনা। গণরুমের বাসিন্দারা নিজ উদ্যোগে আয়োজন করেন এই অদ্ভুত র্যাম্প শোর। এক সময়ের জনপ্রিয় পার্টি সং ‘পাপি চুলো’র তালে তালে গণরুম নিবাসী একদল ছাত্র নিজেরাই মডেল হয়ে বাঙালি পুরুষের পছন্দের পোশাক লুঙি পরে হেঁটেছেন অদৃশ্য র্যাম্পে। অনেকের গলাতেই প্যাঁচানো ছিল গামছাও। দেখে নিন ‘দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস’ পেজে কিছুদিন আগে প্রকাশিত অদ্ভুত ভিডিওটি।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন