'ফেসবুক আইডি পদ্ধতিতে' যেভাবে এমআইএসটি থিম সং গাইতে পারেন

১৩৬৯ পঠিত ... ১৯:০৬, ফেব্রুয়ারি ১১, ২০১৯

মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, যা এমআইএসটি (MIST) নামেই সবার কাছে পরিচিত, বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। সেনানিবাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে সামরিক বেসামরিক যে কেউই পড়তে পারেন। বিশ্ববিদ্যালয়ে পড়েও ইউনিফর্ম পরতে হয় বলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকেই নিজ পরিচয় নিয়ে দ্বিধায় ভোগেন। এর সাথে প্রতিষ্ঠানের থিম সংটিও কখনো কখনো শিক্ষার্থীদের আত্মগোপন করার আকাংখা জাগিয়ে তোলে। অভিনব এই গানে বারবার ‘এমআইএসটি’ উচ্চারণ করা হয় অনেকটা ‘এমা এসটি’র মতো করে। আর তাই নিয়েই নাম না জানা এমআইএসটির শিক্ষার্থীরা বানিয়ে ফেলেছে থিম সংয়ের চাইতেও অভিনব এক ভিডিও।

গানের কথার সাথে মিল রেখে ফেসবুকের শত কোটি প্রোফাইল থেকে খুঁজে বের করা হয়েছে অনেকগুলো আইডি। সেইসব ফেসবুক আইডি দিয়েই বানিয়ে ফেলা হয়েছে স্মরণকালের অন্যতম সেরা এই মিউজিক ভিডিওটি। সম্প্রতি ‘টি স্কেল অফ এমআইএসটি’ নামক একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে মিউজিক ভিডিওটি। প্রায়শই এমআইএসটি ক্যাম্পাসে এই ব্যতিক্রমী গানটি শুনতে শুনতে ত্যক্ত হয়ে যাওয়া শিক্ষার্থীরা ভিডিওটি দেখে বিষণ্ণতা খানিকটা কাটিয়ে উঠতে পেরেছেন বলেই জানা গেছে। এমআইএসটির শিক্ষার্থীরা তো বটেই ভিডিওটি জনপ্রিয় হয়েছে অন্যদের কাছেও। দেখে নিন, ভিডিওটি। আর যদি ইচ্ছা থাকে পুরো গানটি শুনতে পাবেন এখানে, কানের দায়িত্ব আপনার নিজের।

১৩৬৯ পঠিত ... ১৯:০৬, ফেব্রুয়ারি ১১, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top