বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শেজানের গান

৩৫১ পঠিত ... ১৩:৫২, জুলাই ১৭, ২০২৪

5

 

৫২ তে ২৪ এ তফাত কই রে?

কথা ক, দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচটা কই রে?

কথা ক, আমার ভাই বইন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে?

কথা ক, কালসাপ ধরছে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

এভাবেই শুরু হয়েছে হিপহপ গায়ক, শেজানের গান কথা ক। চলমান বৈষম্যবিরোধী আন্দোলন, আন্দোলনে পুলিশের ও ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের নিহতের অনেক কিছু উঠে এসেছে এই গানে।  

 

৩৫১ পঠিত ... ১৩:৫২, জুলাই ১৭, ২০২৪

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top