ঢাকা শহর যেন এক পোর্টেবল সমুদ্র সৈকত। সামান্য বৃষ্টি হলেই এই শহরের অলিগলি রূপান্তরিত হয় সমুদ্র সৈকতে। কেউ কেউ অবশ্য বৃষ্টির দিনের ঢাকাকে জীবন্ত সুইমিংপুলও বলে থাকেন। ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে’ কবিতার সাথে ঢাকার বিভিন্ন রাস্তার ফুটেজ ভাইরাল হয়। কোথাও কোথাও দেখা পাওয়া যায় মিনি নায়াগ্রা ফল-এরও। এই যে একই শহরের এত রূপ, এত বহুরূপী শহর গড়ে তুলতে মেয়ররা তো পরিশ্রম করেছেনই। খরচ হয়েছে অনেক টাকাও।
প্রথম আলোর এক তথ্য মতে, গত ৪ বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের জন্য খরচ করেছে ৭৩০ কোটি টাকা। এই ৭৩০ কোটি টাকা ব্যয়ের সুফল ঢাকাবাসী প্রতিবছরের মতো ২০২৪ সালেও পেয়েছে। গতকাল ১২ জুলাই শুক্রবার পুরো ঢাকা আরও একবার সেজেছে নিজের নদী, সুইমিংপুল ও সমুদ্র সৈকত রূপে। চলুন, ভিডিওতে ভিডিওতে দেখে আসা যাক, ঢাকার মনোরম দৃশ্য।
১
২
৩
৪
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন