পানির নিচে ডলফিনটা কি জঙ্গলের মতো? ইয়ামিনের গান যখন সবার মুখে মুখে

৫২৯৭ পঠিত ... ১৯:০২, জুন ০৯, ২০২১

পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো- এই এক লাইনের অদ্ভুত ছোট্ট গান আজকাল শোনা যাচ্ছে ফেসবুকের পর্দায় ‘ইয়ামিনের’ গলায়। ছোট্ট ইয়ামিন গান গাইতে গাইতে ঘুরে বেড়ায় আর দেখা পায় আরেক ছোট্ট কুকুরের। কুকুরকে দেখেই বাড়িতে নিয়ে যায়। বাড়িতে মা ইয়ামিনের হাতে কুকুর দেখে প্রথমেই ভীষণ বকা দেয়। তবে ইয়ামিনও কম যায় না। নানা কথার ছলে মা’কে কুকুর রাখার ব্যাপারে রাজি করিয়ে ফেলে (যদিও ইয়ামিনকেই পালতে হয় তার বাসার অন্যদের)। এরপর সেই কুকুর আর ইয়ামিনের বন্ধুত্ব নিয়েই তৈরি ৪ মিনিটের একটি অ্যানিমেশন ভিডিও। তৈরি করেছেন ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর শামিমা শ্রাবণী। বেশ কিছু সময় ধরেই তিনি সোশ্যাল মিডিয়ায় এমন মজার ভিজুয়াল কন্টেন্ট তৈরি করছেন।

ছোট্ট ইয়ামিনের 'ডলফিন গান' আর মা-বোনের সাথে ইচড়ে-পাকা মজার মজার কথা এখন সকলের মুখে। ভিডিওটি দেখা না থাকলে আপনিও দেখে নিন এক্ষুনি আর গাইতে থাকুন, ‘পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মত, হেই দাদা, জঙ্গলের মত!’ 

৫২৯৭ পঠিত ... ১৯:০২, জুন ০৯, ২০২১

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top