ফেসবুকের প্রোফাইল-পেজ পদ্ধতিতে শুনুন এবং পড়ুন জনপ্রিয় গান 'যন্ত্রণা'

৯৭৬ পঠিত ... ১৮:৩০, ডিসেম্বর ১৪, ২০১৯

গত ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে চলতি সময়ের বহুল আলোচিত-সমালোচিত সিনেমা ‘ন’ ডরাই’। মুক্তির আগেই সিনেমায় ব্যবহৃত ‘যন্ত্রণা’ নামক একটি গান ব্যাপক জনপ্রিয় হয়। মোহন শরীফ নামক নবাগত এক শিল্পীর গাওয়া এই ‘ব্যতিক্রমী’ গানটি পছন্দ করেছেন কিশোর তরুণ থেকে শুরু করে নানান বয়সের মানুষ। ফেসবুক, ইউটিউবসহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে গানটি কভার করেছেন অনেকে। গানের বিভিন্ন শব্দ নিয়ে হয়েছে ‘পান’ও!

মাথার ভেতর লুপে ঘুরতে থাকা এই গানটির অদ্ভুতুড়ে ভিডিও কভার এবার পাওয়া গেল ফেসবুকে। ফেসবুকেই খুঁজে পাওয়া সব আইডির নাম দিয়ে বানানো হয়েছে এই ‘মিউজিক ভিডিও’টি। হুদাইবিয়া হক এলমা এই অভিনব ভিডিওটি বানিয়েছেন, ফেসবুকের আনাচে কানাচে থেকে আইডি খুঁজে বের করে। গানের লিরিকের সাথে মিলিয়ে আইডিগুলো বসিয়ে তৈরি হয়ে গেছে মিউজিক ভিডিওটি। eআরকির পাঠকদের যারা এখনো দেখেন নি, তারা এই জনপ্রিয় গানকে নতুনভাবে দেখে নিন।

৯৭৬ পঠিত ... ১৮:৩০, ডিসেম্বর ১৪, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top