চট্টগ্রামের ভাষায় নির্মিত হলো সিনেমা 'ন ডরাই'

৬২৫ পঠিত ... ২২:৩২, জুন ২০, ২০১৯

কক্সবাজার সমুদ্রসৈকতে সিনেমা। সিনেমা তৈরি হয়েছে 'সার্ফিং' এর গল্প নিয়ে। তবে ব্যাপারটা শুধু এটুকুই নয়, পুরো সিনেমাই নির্মিত হয়েছে চট্টগ্রামের ভাষায়। ব্যতিক্রমী এই সিনেমাটির নাম 'ন ডরাই' অর্থাৎ 'ভয় পাই না'। সিনেমাটির ইংরেজি নাম রাখা হয়েছে 'ডেয়ার টু সার্ফ'।

সিনেমাটির ইংরেজি নাম আগে প্রকাশ করা হলেও ২০ জুন প্রথমবারের মতো বাংলা নামটি প্রকাশ করা হলো। সেই সঙ্গে সিনেমাটির পোস্টার ও ট্রেইলারও এই অনুষ্ঠানে উন্মোচন করা হয়।

এর আগে সিনেমায় আঞ্চলিক ভাষা অনেকবারই ব্যবহার করা হলেও, পুরোপুরি আঞ্চলিক ভাষায় সিনেমা এবারই প্রথম। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ছবিটি।

সিনেমা সম্পর্কে তানিম রহমান অংশু জানান, ‘একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির জন্ম। গল্পটি গড়ে উঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে এতে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ করেছি কক্সবাজারে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ব্যবহার করেছি বেশি। যেহেতু গল্পটা ঐ অঞ্চলের। তবে তা সবাই যেন বুঝতে পারে, সেভাবেই ব্যবহার করা হয়েছে।’

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান প্রযোজনা করেছেন 'ন ডরাই'। ছবির চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, যিনি এর আগে ভারতের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন। অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ। ছবিটি মুক্তি পেতে পারে আগামী অক্টোবরে।

দেখে নিতে পারেন সিনেমাটির ট্রেইলার-

৬২৫ পঠিত ... ২২:৩২, জুন ২০, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top