অবশেষে খুজে পাওয়া গেলো পৃথিবীর প্রথম ল্যাপটপ

৯৩৯ পঠিত ... ২০:১০, ডিসেম্বর ০৬, ২০১৮

কম্পিউটারের আবিষ্কারক কে, এই নিয়ে আছে নানান মতভেদ। পৃথিবীর প্রথম ল্যাপটপ ছিল কোনটি, সে ব্যাপারেও এতদিন সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। কিন্তু অবশেষে বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন পৃথিবীর সর্বপ্রথম ল্যাপটপের। কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার আগেই আবিষ্কৃত এবং ব্যবহৃত হয়েছিল এই ল্যাপটপটি।

১৯৫৭ সালের তেলেগু মুভি 'মায়াবাজার'-এর একটি দৃশ্যে দেখা গেছে এই দুষ্প্রাপ্য ল্যাপটপটি। সিনেমাটির একটি দৃশ্যে দেখা যায়, একজন ভদ্রমহিলা ল্যাপটপটি ব্যবহার করে নিজের প্রিয় মানুষের সঙ্গে ভিডিও চ্যাট করছেন। প্রাগৈতিহাসিক যুগের এই ল্যাপটপটিকেই পৃথিবীর প্রথম ল্যাপটপ বলে মনে করা হচ্ছে। ল্যাপটপটি দেখতে এখনকার ল্যাপটপের মতো নয়, বরং একটি বাক্সের মতো। ভিডিওতে দেখা যায়, বাক্সের ঢাকনাটি মনিটরের কাজ করছে। বাক্সের নিচের অংশটিই সিপিইউ-এর কাজ করতো বলে আন্দাজ করা যেতে পারে।

পৃথিবীর প্রথম ল্যাপটপের খোঁজ পাওয়ার পর সারা বিশ্ব থেকে ডিজিটাল নৃতাত্ত্বিকরা ভারতের দিকে ছুটে আসছেন বলে অবিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে। নিচের এই ভিডিওতে আপনিও দেখে নিতে পারেন প্রাগৈতিহাসিক যুগের এই ল্যাপটপটি ব্যবহারের দৃশ্য!

আইডিয়া কৃতজ্ঞতা: গানের ভুবন - Ganer Vubon

৯৩৯ পঠিত ... ২০:১০, ডিসেম্বর ০৬, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top