সেই তুমি কেনো অচেনা হলে, হাসতে দেখো গাইতে দেখো গানগুলো আমাদের একটা পুরো প্রজন্মের কাছে আবেগের মত। এছাড়া আরো অনেক জনপ্রিয় গানের স্রষ্টা আজ ‘ঘুম ভাঙ্গা শহরে’ নিজের ‘রুপালি গিটার’ ফেলে রেখে চলে গেলেন। অথচ দুদিন আগে ‘রংপুর জিলা স্কুল’ মাঠে ঝড় তুলেছিলেন নিজের সেই চিরচেনা রুপালি গিটারে। সুরে সুরে গড়ে ছিলেন ‘প্রেমের তাজমহল’। আর আজ সকালে আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন রুপালি দুঃখের সাধক। ওপারে নিশ্চয় আপনি আবার তুলে নিবেন আপনার সেই রুপালি গিটার, ঝড় তুলবেন গিটারের তার জুড়ে। আর এপারে বসে এক জীবন ধরে আমরা শুনবো আপনার গান।
১# সেই তুমি
২# ও আমার সখি
৩# ফেরারি এই মনটা আমার
৪# আমি বারো মাস তোমায় ভালোবাসি
৫# কবিতা
৬# ঘুমান্ত শহরে
৭# আমি কষ্ট পেতে ভালোবাসি
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন