ভিডিওসহ শিখে নিন কীভাবে ফেসবুকে ভাইরাল হওয়ার সহজতম পদ্ধতি

৬৩৭ পঠিত ... ১৩:১২, মে ১২, ২০১৯

সামাজিক যোগাযোগ রাখার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলেও এখন ফেসবুক পরিণত হয়েছে এক বিশাল প্লাটফর্মে। এখানে শুধু যোগাযোগই নয়, অন্তর্জালে অপরিচিতদের মাঝে নিজেকে জনপ্রিয় করতে 'ভাইরাল' হতে চান অনেকেই। স্ট্যাটাস, বিশাল ক্যাপশন লেখা ছবি, প্রতিবাদী ভিডিও ইত্যাদি দিয়ে এই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় লড়াই করে যাচ্ছেন অনেক ফেসবুকার। মুখ ফুটে না বললেও অনেকেই খুঁজে বেড়ান ফেসবুকে ভাইরাল হবার নিনজা টেকনিক। 

তাদের জন্যই লাবণ্য পূজা বানিয়েছেন একটি গবেষণাধর্মী ভিডিও। শিক্ষামূলক এই ভিডিওতে দেখানো হয়েছে কোন কোন বিষয় নিয়ে কথা বললে সহজেই লাইক-কমেন্ট-শেয়ারের বন্যায় ভেসে যাওয়া যায়। গান-কবিতা, বিয়ে সংক্রান্ত আলাপ কিংবা বিভিন্ন মানবিক পোস্ট তো আছেই, সাথে আরো যেসব নিয়ে কথা বললে যত বেশি ভাইরাল হওয়া যাবে, সেগুলোকে রেটিংও করেছেন তিনি। এবং রেটিং-এর জন্য লাবণ্য অভিনব এক ইউনিট বেছে নেন, সেটি হচ্ছে চাল। একটি বাটিতে রাখা বিভিন্ন টপিকের উপর ঢালা চালের দানার পরিমাণ দেখে আপনি ধরতে পারবেন, কোন বিষয় নিয়ে কথা বললে কতটুকু ভাইরাল হওয়া যাবে। চলুন দেখি, চালের রেটিং সিস্টেমের উপর ভিত্তি করে কোন বিষয়কে কতটুকু ভাইরালবান্ধব বলে ধারণা করা হয়েছে! 

৬৩৭ পঠিত ... ১৩:১২, মে ১২, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top