'ডোমিনোজের লাইনের আড্ডাটা আজ আর নেই' গাইলেন পলাশ শাকিল

৬৬৬ পঠিত ... ১৫:২৭, এপ্রিল ০৯, ২০১৯

গত ০১ এপ্রিল ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের ডোমিনোজ পিজ্জাসহ ৫টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে রাজউক। বসবাসযোগ্য সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) না নিয়ে কার্যক্রম শুরু করায় রাজউকের জোন-৫ এর অথরাইজড অফিসার রাসেল এ নির্দেশনা দিয়েছেন (সময় নিউজ)। বিশ্বখ্যাত পিজ্জা চেইন ডমিনোজ পিজ্জা বাংলাদেশে আসায় দেশের সর্বস্তরের পিজ্জাপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছিলো ব্যাপক উন্মাদনা। পিজ্জা খাওয়ার বিশাল লাইনের ছবি ফেসবুকে ভাইরালও হয়েছিলো বেশ কয়েকবার। এই আকস্মিক বন্ধ করে দেয়ার খবরে সেসব পিজ্জা লাভারদের জন্যে সহমর্মিতা জানাতে মান্না দে’র বিখ্যাত কফি হাউজ গানটি অবলম্বনে এক 'পিজ্জা প্যারোডি' প্রকাশ করে eআরকি।

সেই প্যারোডিটিকেই গানের সুরে গেয়ে ফেসবুকার পলাশ শাকিল গত ৮ এপ্রিল তার ফেসবুক ও ইউটিউবে পোস্ট করেন। নিজেই দেখে নিন, eআরকিক তন্ময় পল অন্তুর লেখা 'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই' গানের ডোমিনোজ পিজ্জা ভার্সনটি কেমন গাইলেন পলাশ! 

 

৬৬৬ পঠিত ... ১৫:২৭, এপ্রিল ০৯, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top