সব সম্ভবের দেশ বাংলাদেশে এবার গালি দেয়ার জন্য মাইক ভাড়া (১৮+)

৭৬২০ পঠিত ... ১৩:৩২, জুন ১৬, ২০২০

রাগ মেটানোর জন্য মানুষ কত কিছুই না করে। তবে রেগে মেগে গালি দেয়ার জন্য মাইক ভাড়া করতে কাউকে নিশ্চয়ই দেখেননি! সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে দেশের প্রত্যন্ত এক অঞ্চলে। ফেসবুকে ঘুরতে থাকা একটি ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখা যায়, আক্ষরিক অর্থেই এক লোক মাইক ভাড়া করে জমি থেকে কিছু একটা চুরি করা লোকদের উদ্দেশ্য গালি দিচ্ছে। যেসব বলে গালি দিচ্ছে তা লেখার জন্য আমাদের কীবোর্ড প্রস্তুত না। ভিডিও ক্লিপটি প্লে করে নিজ দায়িত্বে শুনে নিবেন। মনে রাখবেন, এটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ভিডিও হলেও শোনার মতো না। সেহেতু নিরাপত্তার স্বার্থে হেডফোন ব্যবহার করুন, অথবা নির্জন কোন স্থানে গিয়ে গোপনে শুনুন...

অনেক রাগ উঠলে মাইক দিয়ে গালিগালাজ করার 'গোপন ফ্যান্টাসি' আমরা অনেকেই হয়তো মনে মনে করেছি। কিন্তু তাই বলে সত্যিকারেই? বিস্তারিত জানতে তাই খুব ভয়ে ভয়ে কানে হালকা তুলা গুজে আমরা যোগাযোগ করি এই ভদ্র(!)লোকের সাথে। প্রশ্ন শুনে ঐ ব্যক্তি মাইক ব্যবহার করেই আমাদের বলেন, 'মাইক দি পরশ্ন না কইল্লে আমি কোন উত্তর দি না।' অতঃপর মাইক ব্যবহার করে তাকে একই প্রশ্ন করা হলে তিনি আমাদের বলেন, 'শুইনছি গালি দিলে নাকি এস্টেরেস না কি জানি মাথা বেদনা কমে। এজইন্য নিজে গালি দিতেছি, অইন্যকে গালি শুনাইতেছি।'

কিন্তু শিশুদের সামনে, এলাকাবাসী সবার সামনে এভাবে মাইক দিয়ে গালি দেয়াটা ঠিক হচ্ছে? আমাদের এমন জিজ্ঞাসায় উক্ত ব্যক্তি বলেন, 'ভাইছা, এইটাই আমগো কাইলচার। জমি থেকে কিছু চুরি অইলে আংগো বাপ, দাদারা জমির আইলে খারাই গাইল্লাইতো। আধুনিক ফজন্ম হিসাবে আঁই ওইডারে একটু আফগ্রেড কইচ্ছি আরকি!'

এভাবে গালি দেয়ায় আপনার নামে মামলা হতে পারে, আপনি কি তা জানেন? আমাদের প্রতিনিধি এভাবে সাবধান করতে গেলে উক্ত ব্যক্তি মাইক হাতে দৌঁড়াতে দৌঁড়াতে বলেন, 'এঁরে শতানের বাইচ্চা! মাইক আঁর, মুখ আঁর, জমিরতুন জিনিসও চুরি অইছে আঁর। তুই আঁর নামে মামলা করইন্না কনরে! এঁরে হেতেরে ধর। কিছু গালি এতেরেও হুনান লাইগবো মনে অইতেছে।'

মাইক দিয়ে গালি শোনার মতো মানসিক প্রস্তুতি ও মনোবল না থাকায় আমাদের প্রতিনিধি অতিদ্রুত উক্ত স্থান ত্যাগ করেন।

৭৬২০ পঠিত ... ১৩:৩২, জুন ১৬, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top