অনলাইনে ভাইরাল হওয়া নানান উক্তি নিয়ে আজাইরা লিমিটেডের রিমিক্স 'বসেন বসেন সং'

৩৯২৬ পঠিত ... ১৭:৫৫, জানুয়ারি ২৩, ২০১৯

'দাঁড়ান, একটু দাঁড়ান'! অপেক্ষা করার অনুরোধ, আদেশ কিংবা আহবান হিসেবে আমাদেরকে প্রতিনিয়তই দাঁড়াতে বলা হয়। তবে অনলাইনে এখন ট্রেন্ড দাঁড়ানো নয়, বসা (নাকি অন্যকে বসতে বলা!)। একটি ভাইরাল হওয়া ওয়াজের ভিডিওতে আমরা অনেকেই শুনেছি সুরে সুরে এক জনৈক হুজুরের আহ্বান 'বসেন বসেন, বসে যান'! সাম্প্রতিক সময়ে অনলাইন পেরিয়ে অফলাইনেও জনপ্রিয় হয়ে উঠেছে এই উক্তি। বন্ধুদের আড্ডায় কিংবা চায়ের দোকানে, সবখানেই এখন শোনা যায় এই অত্যন্ত 'ফ্রেন্ডলি' কিংবা 'বৈঠকী' আহ্বান!

তরুণ ইউটিউবারদের দল 'দ্য আজাইরা লিমিটেড' অনলাইনে প্রচলিত নানান মজার উক্তি কিংবা ঘটনা নিয়ে রিমিক্স গানের ভিডিও বানিয়ে থাকে। 'বসেন বসেন'সহ আরও কিছু ভাইরাল উক্তি নিয়ে সম্প্রতি তারা বানিয়েছে 'বসেন বসেন' সং। শোয়া, আধশোয়া কিংবা দাঁড়ানো, যে অবস্থাতেই থাকুন না কেন, দ্রুত 'বসেন বসেন, বসে যান' এবং দেখে নিন আজাইরা লিমিটেডের এই দারুণ গানটি!

৩৯২৬ পঠিত ... ১৭:৫৫, জানুয়ারি ২৩, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top