প্রথম বাংলাদেশি হিসেবে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম; নাম উঠল গিনেস বুকে

৪৭৮ পঠিত ... ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে

38

বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন! তথ্য ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন! কারণ? বাংলাদেশে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করে না—পদ আঁকড়ে ধরে থাকা এদেশের রাজনৈতিক অঙ্গনের এক অলিখিত ঐতিহ্য। গিনেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আমরা বহু অবিশ্বাস্য রেকর্ড দেখেছি—সবচেয়ে লম্বা নখ, সবচেয়ে বেশি বার মাথা দিয়ে নারকেল ভাঙা, ১০ সেকেন্ডে ৫০টা হাঁচি দেওয়ার মতো বিষয়। কিন্তু বাংলাদেশ থেকে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করবে—এটা আমাদের কল্পনারও বাইরে ছিল! এজন্যই নাহিদ ইসলামকে আমরা এই বিরল অর্জনের স্বীকৃতি দিচ্ছি।

এদিকে, দেশের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। এক প্রবীণ রাজনীতিক বলেন, এটি এদেশের রাজনীতিতে একটি কালো দিন! আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার নতুন নতুন কৌশল শিখিয়েছি, আর তিনি এসে সব নষ্ট করে দিলেন। ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে? আরেক নেতা বলেন, পুরো ভাইব নষ্ট করে দিলো নাহিদ ব্রো, একটা ব্লান্ডার হবে আমরা উনার পদত্যাগ চাইবে, উনি পদ আকড়ে আমাদের আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন কিছু পলিটিক্যাল ভায়োলেন্স হবে তাহলে না দেশীয় রাজনীতির ঐতিহ্য বজায় থাকবে। কিন্তু না, এইডা উনি কী করলেন, না রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুইকা গ্যাছে ভাই।

রাজনীতিবিদদের মাঝে এই ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। গোপন সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ কয়েকজন নেতা গুগলে ‘স্বেচ্ছায় পদত্যাগ করলে কী হয়?’ লিখে সার্চ দিতেও শুরু করেছেন। বিশেষ করে আওয়ামীলীগের নেতারা বিষয়টিকে অষ্টম আশ্চর্য হিসেবেও আখ্যায়িত করেছেন। শেখ হাসিনা অবশ্য ‘আমাকে সরিয়ে যদি ক্ষমতাই ভোগ না করলা, তাইলে আগেই তো ভালো ছিলাম, রাজাকারের বাচ্চা বুকা নাহিদ ইসলাম’ লিখে একটি ফেক টুইটও করেছেন।

৪৭৮ পঠিত ... ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে

Top