স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য দেশে ঘুম ভাঙানিয়া পাখি পাঠাতে চান সেফুদা

৪৯ পঠিত ... ৮ ঘন্টা ৫০ মিনিট আগে

দেশে যখন ছিনতাই, ডাকাতি আর ধর্ষণের মতো অপরাধ বাড়ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলা নাকি আগের চেয়ে ভালো অবস্থায়। তার এই বক্তব্যে সাধারণ মানুষের চিন্তার পাশাপাশি অপরাধী সমাজও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে শুরু করেছেন, এমনকি কেউ কেউ নিজেদের পারফরম্যান্স নিয়েও বেশ শংকায় পড়ে গিয়েছেন। অবশ্য বিশেষ-অজ্ঞরা জানিয়েছেন উপদেষ্টা সাহেব আসলে ঘুম আছেন এইজন্য তার কথাবার্তায় হিসাব থাকছে না।    

এই বিষয়টি জানার পর ইউরোপের আকাশ বাতাস কাঁপিয়ে লাইভে হাজির হয়ে ‘ঘুম ভাঙানিয়া পাখি’ খ্যাত সেফুদা ঘোষণা দিয়েছেন, আমার একটা এজেন্ট পাঠাইতে হইব! দেশে এত কিছু হইতেছে, আর উপদেষ্টা সাহেব ঘুমাইতেছে? এইডা কেমনে চলে? সেফুদার মতে, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম ভাঙাতে সাধারণ মানুষের কান্নাকাটি, সামাজিক আন্দোলন, টকশো, সাংবাদিকদের রিপোর্ট—কিছুই যথেষ্ট না। তাই এবার তার বিশেষ দূত, 'ঘুম ভাঙানিয়া পাখি', বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কী করবে এই পাখি?

বিশেষভাবে প্রশিক্ষিত এই পাখির কাজ হবে—

 প্রতিদিন ভোর ৫টায় স্বরাষ্ট্র উপদেষ্টার জানালায় বসে ‘জেগে উঠো, ঘুম ভাঙো!’ বলে চিৎকার করা।

প্রতিবার তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক’ বললে, পাখিটি তার সামনে এসে জোরে জোরে ডানা ঝাপটাবে।

ঘুমের মধ্যে উপদেষ্টার কানে গিয়ে ফিসফিস করে বলবে, উঠেন স্যার, দ্যাশের গোমাসা!

কেন এই পাখির প্রয়োজন?

সেফুদার ভাষ্যমতে, এই ঘুম কোনো সাধারণ ঘুম না। এইডা গভীর, আমলাতান্ত্রিক ঘুম। আগে আওয়ামী মন্ত্রী এমপিরা এই ধরনের ঘুমে থাকতেন। অবশ্য বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসলে সবারই এমন ঘুম আসে। তাই দেশবাসীর জন্য আমার উপহার—ঘুম ভাঙানিয়া পাখি!

সেফুদার এই ঘোষণার পর অনেকে উৎফুল্ল, অনেকে চিন্তিত। কেউ কেউ বলছেন, পাখিটি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে তো?

অন্যদিকে, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাংলাদেশে আসলে এই পাখি নিজেই হয়তো ঘুমিয়ে যাবে!

৪৯ পঠিত ... ৮ ঘন্টা ৫০ মিনিট আগে

Top