এটিএম আজহারের মুক্তির জন্য যেসকল যুক্তি উপস্থাপন করতে পারে জামায়াত

১৫ পঠিত ... ৭ ঘন্টা ৩২ মিনিট আগে

17 (7)

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এটিএম আজহার। তার বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি জামায়াতের আমির শফিকুর রহমান এটিএম আজহারের মুক্তি দাবি করেছেন। তিনি এমন হুমকি দিয়েছেন, আজহারকে মুক্তি না দিলে ৩ কোটি মানুষকে জেলে নেয়ার জন্য সরকারকে প্রস্তুতি নিতে। নিজেও জেলে যাওয়ার কথা বলেছেন। উনি চাইলে এটিএম আজহারের মুক্তির জন্য আরও বেশ কিছু যৌক্তিক কারণ উল্লেখ করতে পারতেন। তাকে সাহায্য করার জন্য কিছু আইডিয়া দিয়েছে eআরকি আইডিয়াবাজের দল।

 

# জেলে থাকলেও তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার

জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ডে ছড়াছড়ি চারদিক। তবে আমরা যাদের কথা জানি, যাদের নিয়ে কথা বলি, তারাই কি কেবল মাস্টারমাইন্ড? না। কিছু অন্তরালের মাস্টারমাইন্ডের কথা আমরা আজও জানি না। তাদেরই একজন এটিএম আজহার। জুলাই আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার কারাগারে দিন কাটাচ্ছেন—এমনটি মেনে নেওয়া যায় না। তাই অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।

 

# মিজানুর রহমান আজহারির সাথে নামের মিল

ওনার নামের সাথে মিজানুর রহমান আজহারীর নামের মিল আছে। একজন আলেমের সাথে যার নামের মিল তাকে জেলে রাখা চলবে না। তাহলে আমরা আজীবন বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে।

 

# মুক্তি দিলে কমবে মুদ্রাস্ফীতি 

দেশের অর্থনৈতিক এবং রিজার্ভের এই মন্দায় আজহারের মুক্তি আনতে পারে দেশের অর্থনৈতিক উন্নতি। এতে করে কমবে ইউসুফ সরকারের উপর চাপ।

 

# উন্নতি হবে আবহাওয়ার

ক্রান্তীয় অঞ্চলের নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ থেকে বাংলাদেশের অবনতি হয়েছে চরম ভাবাপন্নতে। জানা গেছে, এটিএম আজহারকে মুক্তি দিলে উন্নতি হবে বাংলাদেশের আবহাওয়ার। গরমে উষ্ণ গরম এবং শীতে উষ্ণ শীত-এমনটাই হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

 

# কমে আসবে জ্যাম

এটিএম আজহারকে মুক্তি দিলে কমে যাবে ঢাকা শহরের জ্যাম এবং কমবে বায়ুদূষণ। ঢাকা শহরবাসীর দুর্ভোগ কমাতে চাইলে এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে সরকারের উচিৎ এই মুহূর্তে আজহারকে মুক্তি দেওয়া।

 

# বিদেশী সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্তি

ইদানীং বিদেশি মিডিয়ার মাধ্যমে দূষিত হচ্ছে বাঙালি সংস্কৃতি ও ভাষা। তরুণরা ই এবং য় এর ভেতর পার্থক্য করতে পারছেন না। বাংলা এবং ইংরেজী দুটো ভাষাই আহত হচ্ছে নির্বিচারে। এটিএম আজহারকে মুক্তি দিলে তরুণরা এসব ব্যাপারে সচেতন হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

 

# ক্রিকেট টিমের উন্নতি

আজহারকে মুক্তি দিলে আমাদের টাইগাররা আরও ভালো খেলবেন এমনটাই আশা করছে বিসিবি। শুধু ক্রিকেটই নয়, ফুটবল দলও পৌছাবে আন্তর্জাতিক আঙিনায়। এমন সাফল্যের সম্ভাবনা সরকারের উচিত এই মুহুর্তে কাজে লাগানো।

 

# কমে যাবে ডিভোর্সের হার

দেশে বিবাহবিচ্ছেদ হচ্ছে অহরহ যা আমাদের সামাজিক জীবনে নেতিবাচক ভূমিকা রাখছে। জামায়াত জানিয়েছে, আজহারকে মুক্তি দিলে আমাদের উন্নতি হবে এই খাতেও। পারিবারিক বন্ধন হবে আরও দৃঢ়, সামাজিক জীবন হবে মসৃণ ।

 

# একাত্তর নাই, বিচার কীসের

২৪-এর পরে অনেক জায়গায় একাত্তরকে বাতিল করে দেয়ার লক্ষণ দেখা গেছে। সে হিসেবে জামায়াত আমির বলতেই পারতেন, সেখানে একাত্তরকেই আমরা বাতিল করে দিচ্ছি সেখানে একাত্তরের অপরাধের জন্য কীভাবে একটা মানুষের বিচার হতে পারে।

দেশের এত উন্নতি-সবকিছুই একবারে ঘটবে যদি বিশিষ্ট ব্যক্তিত্ব এ টি এম আজহারকে মুক্তি দেওয়া হয়। তাই সরকারের উচিত আর দেরি না করে শীঘ্রই আজহার সাহেবকে মুক্তি দেওয়া।

১৫ পঠিত ... ৭ ঘন্টা ৩২ মিনিট আগে

Top