গিটারের সাথে কোন ইন্সট্রুমেন্ট আপনার ভালো লাগে? পিয়ানো? ড্রাম? নাকি হারমোনিয়াম? কাপড় কাচার শব্দের সাথে গিটার শুনতে কেমন লাগবে আপনার? নাকি এমন যে হয় তা ভাবেনইনি কখনও?
না ভাবলেও শুনতে পারবেন। বাংলাদেশের পরিচিত গিটারিস্ট রোমো রোমিও কাপড় কাচার শব্দের সাথে বাজিয়েছেন গিটার। শুনতে কেমন লাগবো সেটা আপনার বিবেচনা।
তবে রোমিওর এই কাপড় কাচার পদ্ধতিতে অনেক ব্যাচেলরকে কাপড় কাচার বিরক্তিকর কাজে সামান্য একটু শান্তি দিতে পারে। এক ব্যাচেলর কাপড় কাচবে, আরেক ব্যাচেলর গিটার বাজাবে। এইভাবে কাপড় কাচলে মনে হয়, কোমরেও ব্যথা হয় না।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন