যে গানটি আপনাকে কয়েক মুহূর্তের জন্য ভার্সিটি লাইফ ঘুরিয়ে আনবে

১০২১ পঠিত ... ২১:১৭, জুন ১৬, ২০২০

মানুষের জীবনের সবচেয়ে বৈচিত্র‍্যপূর্ণ সময় সম্ভবত বিশ্ববিদ্যালয়ের দিনগুলোই। কখনও বিপ্লবী, কখনও হতাশাচ্ছন্ন, লাইফলেস ভাবনা কিংবা হুট করে একদিন রেজাল্টের মতো বৈষয়িক ভাবনায় পড়ার টেবিলের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা, স্যারের শিট নিয়ে দৌঁড়াদৌঁড়ি কিংবা সব ছেড়েছুড়ে শেষ ট্রেনটি ধরে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া, প্রেম, আড্ডা, গান কিংবা দেয়ালে গাঁ ঘেঁষে কাটিয়ে দেয়া আস্ত একটা দিন; একটি জীবনকে এতটা বৈচিত্র‍্যপূর্ণভাবে যাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ যুবক।

বিশ্ববিদ্যালয়ের প্রতি বর্গফুটের সাথে মিশে থাকা স্মৃতি, প্রতিটি যাপিত দিনের প্রতিধ্বনি হয়ে বাজতে থাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রায়হান রাহির গানটি। আপনি যেই সময়ের কিংবা যেই ক্যাম্পাসেরই হোন না কেন, এই গান আপনাকে এক ঝলকে ঘুরিয়ে আনবে আপনার প্রাণের ক্যাম্পাস এবং বর্ণিল সেই দিনগুলো থেকে।

১০২১ পঠিত ... ২১:১৭, জুন ১৬, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top